গাঙ্গুবাইয়ের জন্য আলিয়ার অস্কার মনোনয়ন প্রাপ্য, মত ব্রিটিশ সিনেমা কর্তার
ব্রিটিশ আকাদেমি ফিল্ম অ্যাওয়ার্ড এবং অস্কারের জন্য আলিয়া ভাটের নাম মনোনীত হওয়া উচিত। না, এমন দাবি আমার, আপনার মতো কোনও সাধারণ ব্যক্তি করেননি। করেছেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিন বেকার। তাঁর মতে সঞ্জয় লীলা বনসালির ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি’র জন্য আলিয়া ভাটের এই পুরস্কার পাওয়া উচিত। ছবিটি গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। রবিন বেকারের এই পোস্টের পর অভিনেত্রী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
লন্ডনের অ্যাওয়ার্ড মরশুমের সময় সঞ্জয় লীলা বনসালি সেখানে তাঁর এই ছবির প্রচার করেছেন। ইংল্যান্ড, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় তিনি এই ছবির প্রচার চালান।
এই বিষয়ে ইনস্টাগ্রামে রবিন বেকার লেখেন, ‘আমি যদি বিএএফটিএ বা আকাদেমির সদস্য হতাম তাহলে অবশ্যই এই বছর আলিয়া ভাটকে ভোট দিতাম সেরা অভিনেত্রীর জন্য। সঞ্জয় লীলা বনসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। এই ছবিতে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন পরে যিনি পতিতালয়ের কর্ত্রী হয়ে বসেছিলেন। তিনি এরপর যৌনকর্মীদের হক, অধিকার, ইত্যাদি নিয়ে লড়াই করেন। এই ছবিতে তিনি নিপুণভাবে চরিত্র হয়ে উঠেছিলেন।’ যদিও আকাদেমি বা বিএএফটিএর সদস্য নন, তবুও যাঁরা এই প্রতিষ্ঠানের সদস্য তাঁদের অনুরোধ করেছেন আলিয়াকে ভোট দেওয়ার জন্য। তাঁকে মনোনীত করার জন্য।
বিএফআইয়ের অধ্যক্ষ এই পোস্টে আরও লেখেন। তাঁর কথায়, ‘এই ছবিটি যেমন ভালো, তেমনই এতে সেন্টিমেন্ট আছে, সঙ্গে দারুন উপভোগ করা যাবে। আপনারা যদি এখনও এই ছবি না দেখে থাকেন মূলত বিএএফটিএ এবং আকাদেমির ভোট প্রদানকারী সদস্যরা তাহলে দয়া করে ছবিটি নেটফ্লিক্সে দেখুন।’
অভিনেত্রী রবিন বেকারের এই ছবিটি শেয়ার করেন। তিনি এই পোস্ট শেয়ার করে তাতে একাধিক সাদা হৃদয়ের ইমোজি পোস্ট করেন। আলিয়ার ভক্তরা রবিনের সঙ্গে সহমত পোষণ করেছেন। এক ভক্ত লেখেন, ‘বলিউডের স্টার কিডদের মধ্যে একমাত্র যোগ্যতম অভিনেত্রী। তাঁর সব কিছুই একদম নিখুঁত। সকলের তাঁর থেকে শেখা উচিত।’
৭৬তম বিএএফটিএ পুরস্কারের মনোনীত অভিনেতা অভিনেত্রী, ছবি সহ বিভিন্ন বিষয়ের তালিকা প্রকাশ পাবে ১৯ জানুয়ারি। ফেব্রুয়ারির ৯ তারিখ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৯৫তম আকাদেমি পুরস্কারের জন্য মনোনীত হওয়া ছবি, অভিনেতা এবং অভিনেত্রীদের তালিকা প্রকাশ পাবে ২৪ জানুয়ারি। মার্চের ১২ তারিখ এই পুরস্কার প্রদান করা হবে।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবিতে আলিয়া ভাট ছাড়াও অজয় দেবগনকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল।
For all the latest entertainment News Click Here