গাঁটছড়া: মা হওয়ার মিথ্যে গল্প দিয়েছে দ্যুতি, খড়ি-ঋদ্ধির ঝামেলার আশঙ্কায় দর্শক
বিগত ১৩ সপ্তাহ ধরে TRP তালিকার শীর্ষে রয়েছে ‘গাঁটছড়া’। এখন এই ধারাবাহিকের চরিত্রগুলোকেই আপান করে নিয়েছে দর্শক। বিশেষ করে খড়ি আর ঋদ্ধিমান তো এখন সকলের নয়নের মণি।
দুই পরিবারের গল্প নিয়ে ‘গাঁটছড়া’। ভট্টাচার্য পরিবারের তিন মেয়ে ও সিংহরায় পরিবারের তিন ছেলে। এরমধ্যে বড় বোন দ্যুতির সঙ্গে হিরে ব্যবসায়ী ঋদ্ধিমানের সম্বন্ধ হয়। কিন্তু বিয়ের দিন সে পালায় সিংহ রায় বাড়ির মেজ ছেলে রাহুলের বুদ্ধিতে। দিদি পালিয়ে যাওয়ায় বিয়ে করতে বাধ্য হয় খড়ি। কিন্তু পরে যখন সে জানতে পারে রাহুল ভালোবাসার ফাঁদে ফেলে ঠকিয়েছে তার দিদি দ্যুতিকে, খড়ি চায় দেওরের মুখোশ সবার সামনে খুলে দিতে। এর মাঝেই খবর আসে রাহুলের সন্তানের মা হতে চলেছে দ্যুতি। নিজের মুখেই একথা সে জানায় পরিবারের সকলকে। আরও রেগে গিয়ে খড়ি ঠিক করে দিদিকে সিংহ রায় বাড়ির বউ সে করবেই।
তবে এটা অনেকটাই বোঝা যাচ্ছে যে প্রেগন্যান্সির খবর পুরো ভুয়ো। খড়িকে আরও রাগিয়ে দিয়ে যাতে সে সিংহ রায় বাড়িতে ঢুকতে পারে, রাহুলকে বিয়ে করতে পারে, তাই এমন চাল চেলেছে দ্যুতি। এদিকে এসব কিছুই জানা নেই খড়ির। তাই তো ঋদ্ধি যখন তাঁকে হুমকি দেয়, তিনি নিজের ভাইয়ের সাথে দ্যুতির বিয়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু পরে যদি জানতে পারেন এতে চাল চেলেছে দুই বোন, তাহলে তাদের ছাড়বে না।
এসব দেখেই বড় চিন্তায় ‘গাঁটছড়া’র দর্শকরা। ‘অ্যাংরি ইয়ংম্যান’ ঋদ্ধিমান রেগে গেলে যে খড়ির সাথে সম্পর্কটাই ভেঙে দেবে, তা নিয়ে নিশ্চিত তাঁরা। তাই তো দুরুদুরু বুক নিয়েই এখন বসছেন টিভির সামনে।
For all the latest entertainment News Click Here