গাঁটছড়া: মন্দিরে বনি-কুণালের বিয়ে দিল খড়ি! ‘গাঁজাখুরি’ প্রোমো দেখে চটল দর্শক
শুরু থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’। তিন ভাই আর তিন বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটা। ভট্টাচার্য পরিবারের দুই বোন ইতিমধ্যেই বড়লোক সিংহরায় পরিবারের বউ। এবার ছোট বোনকেও শ্বশুরবাড়িতে নিয়ে আসতে দেখা যাবে খড়িকে। আপাতত নতুন প্রোমো ঘিরে চর্চা শুরু।
দিনকয়েক ধরেই দর্শকরা আভাস পেয়েছিল একে-অপরকে পছন্দ করে সিংহরায়দের ছোট ছেলে কুণাল, আর ভট্টাচার্যদের ছোট মেয়ে বনি। তবে রথের দিন কুণালের জন্য বিয়ের প্রস্তাব আনে দত্ত ডায়মন্ডসরা। ব্যবসার পাশাপাশি সিংহরায়দের সঙ্গে পারিবারিক সম্পর্ক বাড়ানোর দিকেও হাত বাড়িয়ে দেয়। ফলে বিয়ে ঠিক হয় তাঁদের মেয়ের সঙ্গে। এরকম অবস্থায় সেই ডিল ভেঙে এভাবে বনি-কুণালের বিয়ে নিসন্দেহে ঝড় তুলবে দুই পরিবারে।
প্রোমোয় দেখা যাচ্ছে, কুণালের আশীর্বাদের অপেক্ষায় পরিবার। আর তখনই মন্দির থেকে বাড়ি ফেরে খড়ি, পিছনে সদ্য বিবাহিত বনি-কুণাল। বলে ওঠে, ‘বনি-কুণালের প্রাণ বাঁচাতে ওদের বিয়েটা দিতেই হল’। আর দ্যুতি হঠাৎ ছুটে এসে বলে, ‘তোর জবাব নেই। আমরা তিন বোনই এখন বড়লোক সিংহরায় বাড়ির বউ’। ওভাবে ওদের দেখে চোখ কপালে ওঠে গোটা পরিবারের। এদিকে ব্যবসার কাজে দেশে নেই ঋদ্ধিও। ফোনে সবটা শুনে সেও আকাশ থেকে পড়ে।
বনিকে কি নিজের ছেলের বউ হিসেবে মেনে নেবে কাকিমণি। এমনিতেই ছেলের জন্য লক্ষীমন্ত বউ চায় সে। অনেকটা খড়ির মতো। এদিকে বনি তো টমবয়। সঙ্গে কুণালের বিয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছিল সিংহরায়দের ব্যবসায়িক সম্পর্কও। সেটাও ভাঙবে খড়ির এই কাজে। মানে জোর ধামাকা আসতে চলেছে ‘গাঁটছড়া’য়।
For all the latest entertainment News Click Here