‘গাঁটছড়া’য় খড়ির জেঠিমা এবার এই জনপ্রিয় খলনায়িকা, ছোট পর্দায় কামব্যাক সোনালির
বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা সোনালি চক্রবর্তী। একসময় বড় পর্দায় দাপিয়ে কাজ করেছেন তিনি। কখনও খলনায়িকা, কখনও সৎ মায়ের চরিত্রে পর্দায় বাজিমাত করেছেন। দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তবে আচমকাই ছোট পর্দায় দেখা মিলল তাঁর।
‘গাঁটছড়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় দুনিয়ায় কামব্যাক করলেন অভিনেত্রী সোনালি চক্রবর্তী। খড়ির জেঠিমা হিসেবে হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। খড়ির জেঠিমা হিসেবে ভট্টাচার্য বাড়িতে পা রেখেছেন তিনি। পরনে সাদা শাড়ি, হাসিমাখা মুখ- ধারাবাহিকে একেবারে চমকে যাওয়া লুকে ধরা দিয়েছেন সোনালি দেবী। দীর্ঘ দিন পর ছোট পর্দায় দেখা গেল তাঁকে। আরও পড়ুন: ৭ দিনে বক্স অফিসে কে এগিয়ে ‘লাল সিং চাড্ডা’ নাকি ‘রক্ষা বন্ধন’? কী বলছে সমীক্ষা
টলিউডের পরিচিত মুখ সোনালি। বাংলা সিনেমায় খলনায়িকা চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত তিনি। ‘হারজিত’ ছবিতে একসময় রচনা বন্দ্যোপাধ্যায়ের সৎ মায়ের চরিত্রে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। ‘বন্ধন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল তাঁর। বর্তমানে অনেকটাই কম অভিনয় করতে দেখা যায় সোনালি চক্রবর্তীকে। আরও পড়ুন: করণ জোহরের পরামর্শে জাহ্নবীকে ভুলে অনন্যাকে কাস্ট করেন ‘লাইগার’ পরিচালক! কেন?
অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সহধর্মিণী সোনালি দেবী। শঙ্কর বাবুকে নিয়মিত ছোট পর্দায় দেখা মিললেও সোনালিকে তেমন একটা দেখা যায় না। এত বছর পর ফের পর্দায় অভিনেত্রীকে দেখতে পেয়ে মুগ্ধ দর্শকেরাও।
For all the latest entertainment News Click Here