‘গাঁটছড়া’র সেটে বসে ‘হস্তমৈথুন’? অনিন্দ্যর কীর্তি দেখে হাঁ সকলে, সাফাই অভিনেতার
সিরিয়ালের সেটে দিনে ১০-১২ ঘন্টা সময় কাটান লিডিং তারকারা। শ্যুটিং-এর ফাঁকে সবসময়ই হাসি-ঠাট্টার পরিবেশ লেগেই থাকে। শ্য়ুটিং সেটে কী চলে? তা জানতে সবসময়ই মুখিয়ে থাকেন অনুরাগীরা। সম্প্রতি ‘গাঁটছড়া’র সেট থেকে একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, মানে রাহুল। কিন্তু সেই ভিডিয়ো দেখে তো অনুরাগীদের চোখ ছানাবড়া! এ কী করছেন রাহুল?
চারদিক ফুল দিয়ে সাজানো, বিয়ের আসর জমজমাট। নীল পাঞ্জাবি আর সাদা পায়জামায় সেজে বসে রয়েছেন অভিনেতা। দু-পায়ের ফাঁকে অনিন্দ্যর হস্তচালনা দেখে শুরুতে ঘাবড়ে যান নেটিজেনরা। তবে কি ইনস্টায় ‘অশ্লীল’ ভিডিয়ো শেয়ার করে ফেললেন অনিন্দ্য? ভিডিয়ো দেখে কেউ লিখলেন, ‘এ কী করছো অনিন্দ্যদা?’ অপর একজন লেখেন, ‘নন-ভেজ কনটেন্ট নাকি?’ পরে অবশ্য অনিন্দ্য নিজেই সাফাই দেন। লেখেন, ‘আপনারা যেটা ভাবছেন, ব্যাপারটা ঠিক তা নয়।’ আসলে ভালোভাবে চোখ রাখলেই গোটা ব্যাপরটা স্পষ্টহত। ভিডিয়ো খানিক এগোতেই দেখা যায়, আসলে দু-পায়ের ফাঁকে নিজের ফোন রেখে তা পরিষ্কার করছিলেন অভিনেতা। তবে ভিডিয়ো ঘিরে বিতর্ক দানা বাঁধতেই সেটি সাময়িকভাবে মুছে দেন।
পরে সেই ভিডিয়োটির ‘এডিটেড’ ভার্সন’ তুলে ধরেন দর্শকদের জন্য। সেই ভিডিয়োতে অনিন্দ্য়র পাশাপাশি দেখা মিলেছে খড়ি-ঋদ্ধি-দ্যুতি-বনিদের। পরিচালক ‘কাট’ বলতেই একে অপরকে পিঠ মালিশ দিতে ব্যস্ত তাঁরা। পিঠ মালিশের মূল দায়িত্ব থাকে বনি অর্থাৎ অনুষ্কার কাঁধে। পিঠ মালিশ পেতে পেতে ঋদ্ধির অদ্ভূত মুখভঙ্গিমাও দেখেও কমচর্চা হচ্ছে না। আবার কেউ কেউ মজা লুটছেন দ্যুতি আর বনির কাতাকুতোর ঠেলায় রাহুলকে নাজেহাল হতে দেখে। ভিডিয়োর বিরণীতে অনিন্দ্য লিখেছেন, ‘শ্যুটিংয়ের ফাঁকে আমরা এমনটাই করি’।
দীর্ঘ এক বছরের সফর পার করে ফেলেছে ‘গাঁটছড়া’। শুরু থেকেই দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন খড়ি-ঋদ্ধিদের। একটা সময় টিআরপি তালিকাকেও সেরার আসন দখল করেছিল এই মেগা। কালের নিয়মে পিছিয়ে পড়েছে। মাস কয়েক ধরেই সিরিয়াল বন্ধের জল্পনা তুঙ্গে। প্রথমে ভাবা হয়েছিল ‘রামপ্রসাদ’-এর আগমনে বন্ধ হতে পারে ‘গাঁটছড়া’। তবে সকলকে অবাক করে দিয়ে মাত্র দু-মাসেই বন্ধ হচ্ছে ‘বালিঝড়’। সূত্রের খবর, এখনই বন্ধ হবে না ‘গাঁটছড়া’। অ্যাক্রোপলিসের নতুন মেগা আসার কানাঘুষো শোনা যাচ্ছে টেলিপাড়ায়। সেই মেগা তৈরি হলেই নাকি বন্ধ হবে ‘গাঁটছড়া’।
For all the latest entertainment News Click Here