‘গাঁটছড়া’র সেটে একের পর এক ফোন চুরি, কার দিকে অভিযোগের আঙুল তুললেন অনিন্দ্য?
এই মূহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত শো ‘গাঁটছড়া’। গত সপ্তাহেও বেঙ্গল টপারের খেতাব নিজেদের দখলে রেখেছে খড়ি-ঋদ্ধিরা। তবে আচমকাই ‘গাঁটছড়া’র সেটে বিপত্তি। স্টার জলসার এই সিরিয়ালের সেট থেকে চুরি যাচ্ছে একের পর এক মোবাইল ফোন। একদিক আচমকাই গায়েব হয়ে যায় ঋদ্ধিমান মানে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের ফোন, এরপর নিখোঁজ ‘রাহুল’ অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ফোন। এতেই ক্ষেপে লাল অভিনেতা।
শ্যুটিং সেট থেকেই একটি ভিডিয়ো করে অনিন্দ্য গোটা ঘটনা ফাঁস করেন। অভিনেতার দৃঢ় বিশ্বাস এই ‘ফোন চোর’ আর কেউ নয় বরং তাঁর অনস্ক্রিন স্ত্রী দ্যুতি অর্থাৎ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। প্রকাশ্যেই শ্রীমাক হুমকি দেন অনিন্দ্য। বলেন, ‘ফোনটা দে নয় তো লালবাজারে অভিযোগ জানাব’। এরপর কলকাতা পুলিশকে ট্যাগ করবার কথাও জানান পর্দার রাহুল।
যদিও শ্রীমার স্পষ্ট কথা, ‘আমার কাছে ফোন নেই, তুমি খুঁজে নাও’। এরপর শ্রীমার প্রশ্ন, অনিন্দ্য়র নিঁখোজ ফোন খুঁজে দিলে পরিবর্তে কী পাবে সে? অনিন্দ্য জানায়, ফোন ফেরত পেলেই তিনি এক টেকেই শট ওকে করে দেবেন। আর না হলে পাঁচটা টেক এনজি (নট গুড) হবে। এতে অবশ্য মন গলেনি শ্রীমার। সে পালটা জবাব দেয়, ‘নিজে খুঁজে নাও’। এই পুরো ভিডিয়োটাই যে মজার ছলে বানিয়েছেন শ্রীমা-অনিন্দ্য তা বুঝতে বাকি নেই কারুর। রাহুল-দ্যুতির অনস্ক্রিন চুলোচুলি তো প্রতিদিন সন্ধ্যা ৭টায় দেখতে পাচ্ছে দর্শক। তাঁদের অফস্ক্রিন খুনসুটি কতটা জমজমাট সেই ঝলকও সোশ্যাল মিডিয়ায় দৌলতে জানতে বাকি নেই কারুর।
কদিন আগেও আরও একটি মজার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অনিন্দ্য, সেখানে ভিডিয়ো কলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে গাঁটছড়া টিমকে আড্ডা দিতে দেখা গিয়েছিল। যদিও পুরোটাই টেকনোলজির কারসাজি।
For all the latest entertainment News Click Here