‘গাঁজা খান নাকি?’ কমল হাসান-কন্যাকে কটাক্ষ নেটিজেনের, মোক্ষম জবাব দিলেন শ্রুতি
সোশ্যাল মিডিয়ায় বরাবরই আনয়াস-আনকাট শ্রুতি হাসান। অনুরাগীদের প্রশ্নের যেমন জবাব দেন তেমনি ট্রোলারদের ‘সবক’ শেখাতেও জুড়ি মেলা ভার কমল হাসান কন্যার। আজকাল সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে আলটপকা মন্তব্য করাটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু কখনও কখনও তা শালীনতার মাত্রা ছাড়ায়। ঠিক তেমনই হল শ্রুতি হাসানের সঙ্গেও।
শ্রুতি প্রায়শই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন, লাইভের পাশাপাশি প্রশ্নোত্তর সেশনও রাখেন। সোমবারও ইনস্টাগ্রামে অনুরাগীদের যেমন খুশি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই এই দক্ষিণী সুন্দরীকে এক নিন্দক প্রশ্ন করেন, ‘আচ্ছা আপনি কি গাঁজা খান?’ এই প্রশ্ন এড়িয়ে যাননি শ্রুতি। মধ্যহ্নভোজের বিরতির ফাঁকে নেটিজেনকে জবাব দিতে গিয়ে নিজের একটি নিজস্বী পোস্ট করেন অভিনেত্রী, যা দেখে আপনি এক ঝটকায় ঘাবড়ে যেতে পারেন। সারা মুখে ট্যাটু, চোখ উলটে গিয়েছে শ্রুতির! তবে না, এটা পুরোটাই ইনস্টাগ্রামের ‘ট্যাটু ফিল্টার’-এর কারসাজি। এই নিজস্বীর সঙ্গে নিজের জবাব সেঁটে দেন শ্রুতি। লেখেন, ‘না, আমি গাঁজা খাই না। আর আমি মদ্যপানও করি না। আমি ভদ্রভাবে জীবন কাটাই, এর জন্য আমি কৃতজ্ঞ’।
আরও পড়ুন-মানালির ‘কার কাছে কই মনের কথা’র টাইম স্লট প্রকাশ্যে, শেষের পথে জি বাংলার এই জনপ্রিয় মেগা!
এখানেই শেষ নয়, আরও অনেক অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে শ্রুতিকে। একজন জিগ্গেস করেন, ‘আজ তুমি কতবার বাতকর্ম করেছো?’ উত্তরে শ্রুতি লেখেন- ‘তিনবার, খারাপ নয় বল? আমার তো মনে হয় একদম চাঙ্গা আছে ব্যাপারটা’।
অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা কমল হাসান এবং অভিনেত্রী সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান। হিন্দি সিনেমা লাক নিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর হে রাম-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। তবে হিন্দির থেকে তেলেগু-তেই বেশি কাজ করেছেন। বলিউডে শেষ তাঁকে দেখা গিয়েছে ‘গব্বর ইজ ব্যাক’, ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো ছবিতে। অভিনয় কেরিয়ারের পাশাপাশি শ্রুতি একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক গায়িক এবং তার নিজস্ব মিউজিক ব্যান্ড রয়েছে।
আরও পড়ুন-‘পরিচালক কালো মেয়ে খুঁজছিলেন’, আমিরের ‘লগান’ থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক আমিশা
শ্রুতিকে শেষ দেখা যায় ‘বেস্টসেলার’ ওয়েব সিরিজে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অর্জন বাজওয়া, গৌহর খানের মতো তারকারা। প্রভাসের সঙ্গে ‘সালার’-এ দেখা যাবে তাঁকে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন কেজিএফ পরিচালক প্রশান্ত নীল।
For all the latest entertainment News Click Here