‘গল্প ফুরিয়ে যায়…’ থামল শ্রেয়সীর পথ চলা, মন খারাপি সুর অর্কজার লেখনীতে
ধারাবাহিকে অভিনয় করতে করতে, দীর্ঘদিন একটি চরিত্রের সঙ্গে যুক্ত থাকতে থাকতে, তার গল্প বলতে গিয়ে সেই চরিত্রগুলো, সহকর্মীদের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। তৈরি হয় সুসম্পর্ক। আর যখন সেই ধারাবাহিক শেষ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই একটা মন খারাপ কাজ করে। শূন্যতা ঘিরে ধরে। এবার তেমন ভাবেই সময়ের নিয়মে শেষ হল আকাশ আট চ্যানেলের সিরিয়াল শ্রেয়সী।
৩০ মার্চ শেষ হয় শ্রেয়সীর শ্যুটিং। এদিন গোটা টিম কেক কেটে সফর শেষের উদযাপন করে। এই ধারাবাহিকের নাম ভূমিকায় দেখা গিয়েছিল অর্কজা আচার্যকে। তাঁর বিপরীতে এই ধারাবাহিকে দেখা যেত সায়ন কর্মকারকে। সুশান্ত বসু পরিচালিত এই ধারাবাহিকটি এই চ্যানেলে নিয়মিত রাত ৯.৩০ টায় দেখা যেত। কেবল রবিবার সম্প্রচারিত হতো না এই ধারাবাহিক।
এদিন শ্যুটিং শেষের পর মন খারাপি রেশ দেখা যায় শ্রেয়সী ওরফে অর্কজার পোস্টে। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক নিয়ে একটি লেখা লেখেন। ফেসবুকের এই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘গল্প ফুরিয়ে যায়, চরিত্রগুলো শুধু মনের আনাচে কানাচে থেকে যায়। আমরা মনের দরজা খুলে উঁকি দিলেই তাদের আবার হয়ত দেখতে পাব। শ্রেয়সী, টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, কমল, সুধা, রণিত, বিদিশা, সব্বাইকে। ভালো থেকো “শ্রেয়সী”, মনে থেকো।’
২০২২ সালের ১৮ জুলাই এই ধারাবাহিকটি শুরু হয়েছিল। ৮ মাসেই থামল এটির পথ চলা। এই ধারাবাহিকে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত বর্নি চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সৌমি ঘোষ, রণিত মোদক, মল্লিকা সিংহ রায়, প্রমুখকে। গল্প আবর্তিত হতো শ্রেয়সী, অতিন এবং কাজরীকে ঘিরে। কাজরী ওরফে সৌমিকে এখানে খলনায়িকার চরিত্রে দেখা যেত।
For all the latest entertainment News Click Here