গলার ক্যানসারে আক্রান্ত ‘দয়াবেন’ দিশা? সত্যিটা জানালেন অভিনেত্রীর ভাই
ছোট পর্দার চেনা মুখ তিনি। এক সময়ে ‘দয়াবেন’ নামেই তাঁকে চিনতেন সকলে। সৌজন্যে ‘তারকা মেহতা কা উল্টা চশমা’। তবে তিনি চেনা ছকে আটকে রাখতে চাননি নিজেকে। নতুন কিছু করার তাগিদে ছেড়েছিলেন জনপ্রিয় সেই ধারাবাহিক। এ হেন দিশা ভকানির অসুস্থতার খবরে উদ্বেগ তাঁর ভক্তমহলে।অভিনেত্রী নাকি গলার ক্যানসারে আক্রান্ত। কয়েক দিন আগে এমনই গুঞ্জন ছড়ায় তাঁকে নিয়ে। কিন্তু তা কি আদৌ সত্যি? এ বিষয়ে মুখ খুললেন দিশার ভাই ময়ূর ভকানি।
দিদির অসুস্থতার খবর নাকচ করেছেন ময়ূর। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এ রকম অনেক গুজব রটে। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। ও (দিশা) একদম সুস্থ আছে। প্রায় প্রত্যেক দিনই ওকে নিয়ে এ ধরনের খবর শুনতে হয়।’
সম্প্রতি খবর ছড়ায়, গলার ক্যানসারে আক্রান্ত হয়েছেন দিশা। অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। অবশেষে সেই খবর ভুয়ো বলে জানালেন দিশার ভাই। অভিনেত্রীর অনুরাগীদেরও উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন দিয়েছেন তিনি।
দিশার একদা সহকর্মী জেনিফার মিস্ত্রি বংশীওয়াল এ প্রসঙ্গে বলেন, ‘দিশার সঙ্গে মোটামুটি যোগাযোগ রয়েছে। মনে হয় না খবরটা সত্যি।’
‘তারক মেহতা কা উল্টা চশমা’য় দয়াবেনের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান দিশা। দীর্ঘ দিন সেই চরিত্রে অভিনয়ের পর ২০১৭ সালে ধারাবাহিকটি থেকে বিরতি নেন তিনি। মূলতঃ মাতৃত্বকালীন ছুটির জন্য সেই সময়ে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিশা। সেই বছরেই তাঁর কন্যাসন্তানের জন্ম হয়। ‘তারক মেহতা…’য় যদিও দয়াবেনের চরিত্রে আর কাউকে দেখা যায়নি।’
For all the latest entertainment News Click Here