গলায় জড়িয়ে সবুজ-মেরুন পতাকায় চুমু, বিশ্বকাপে খেলা তারকাকে নিল মোহনবাগান
গলায় জড়িয়ে সবুজ-মেরুন পতাকা। তা নিয়েই হাসিমুখে বলে উঠলেন, ‘জয় মোহনবাগান’। তারপর চুমু খেয়ে নিলেন সেই ঐতিহাসিক সবুজ-মেরুন পতাকায়। মোহনবাগান সুপার জায়েন্টসের হয়ে সই করার পরে প্রথম দর্শনে এভাবেই সবুজ-মেরুন সমর্থকদের মন জয় করে নিলেন ভারতের তারকা সেন্টার ব্যাক আনোয়ার আলি। যিনি ভারতের জার্সি পরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিলেন। সিনিয়র জাতীয় দলেরও তারকা হয়ে উঠেছেন। সেই আনোয়ার মোহনবাগানে যোগ দেওয়ার জানালেন, কলকাতার দলের জার্সি পরে খেলার স্বপ্ন ছিল। সামনে থেকে কলকাতার সমর্থকদের ভালোবাসা, আবেগ সিক্ত হতে চেয়েছিলেন। তাই মোহনবাগানে যোগ দিয়েছেন বলে জানান আনোয়ার।
আরও পড়ুন: Mohun Bagan’s Asian Dream: টাকার অভাব হবে না, মোহনবাগানকে এশিয়ার সেরা করতে ‘ফ্রি-হ্যান্ড’ দিলেন গোয়েঙ্কা!
এবার যে ভারতের তারকা ডিফেন্ডার আনোয়ার মোহনবাগানে যোগ দিতে চলেছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল। শেষপর্যন্ত ১৯১১ সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের মাসে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হয়। তবে কত বছরের চুক্তি হয়েছে, চুক্তির অঙ্ক কত, তা আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভারতের অন্যতম প্রতিভাবান ডিফেন্ডারকে নিশ্চয়ই বড় সময়ের জন্য নেবে না মোহনবাগান।
আরও পড়ুন: ফেরান্দোর কাজে নাক গলাবেন না হাবাস, এমনই দাবি মোহনবাগানের, তাতেও চাপে থাকবেন জুয়ান
আর মোহনবাগানে যোগ দেওয়ার স্পোর্টসস্টারে ২২ বছরের ভারতীয় তারকা আনোয়ার বলেছেন, ‘প্রত্যেক ভারতীয় ফুটবলারের কলকাতায় খেলার স্বপ্ন থাকে। আমার শুধু কলকাতায় খেলার স্বপ্ন ছিল না, আমি কলকাতার দলের জার্সি পরে খেলতে চেয়েছিলাম। আমি শহরের সমর্থকদের ভালোবাসা অনুভব করতে চাই। তাই আমি মোহনবাগানের হয়ে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছি।’
এমনিতে পেশাদার ফুটবল জীবনে কলকাতায় আনোয়ার অভিজ্ঞতা নেহাত খারাপ নয়। সিনিয়র ভারতীয় দলের হয়ে প্রথম যে আন্তর্জাতিক গোল করেন আনোয়ার, সেটা আসে কলকাতার মাঠেই। গত বছর জুনে এএফসি এশিয়া কাপের যোগ্যতামান পর্বের ম্যাচে হংকঙের বিরুদ্ধে গোল করেছিলেন। সেইসময় ভারতের প্রথম একাদশের কনিষ্ঠতম সদস্য ছিলেন আনোয়ার। যিনি ক্রমশ ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। আপাতত ভারতের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন আনোয়ার। সেইসঙ্গে আক্রমণভাগেও গুরুত্বপূর্ণ পাস দিয়ে থাকেন। এবার সাফ কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ঝলক মিলেছিল।
এমনিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন আনোয়ার। কিন্তু ২০২০ সালে তাঁর পেশাদার কেরিয়ারে সবথেকে খারাপ সময় এসেছিল। হৃদপিণ্ডের বিরল রোগ ধরা পড়েছিল। তার জেরে তিনি আর কোনওদিন পেশাদার ফুটবল খেলতে পারবেন কিনা, তা নিয়েই ধন্দ তৈরি হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে ২০২১ সালেই কামব্যাক করেন আনোয়ার। খেলেন আইএসএলেও। আর এবার মোহনবাগানে যোগ দিলেন।
For all the latest Sports News Click Here