‘গরমে সবাই জড়িয়ে ধরছিল…’, মিঠাই-এর শেষ দিন, ছেঁকে ধরে ভক্তরা, কী লিখল দিয়া?
৩০ আর ৩১ মে ছিল মিঠাইয়ের শেষ দিনের শ্যুট। সেই শুরুর দিন থেকেই মিঠাই পরিবারের সঙ্গী হয়েছিল শ্রীতমা ওরফে দিয়া। দর্শকরাও প্রচুর ভালোবাসা দিয়েছে চরিত্রটিকে। শেষ দিনে তাই আর পাঁচটা অভিনেতার মতো মন খারাপ ছিল দিয়ারও। যার ঝলক চোখে পড়েছিল সোশ্যাল মিডিয়াতেও। বুধবার তাঁর সঙ্গে দেখা করতেও ভারতলক্ষ্মী স্টুডিয়োতে আসেন বহু ভক্ত। তাঁদের সঙ্গে ভিডিয়ো শেয়ার করে একটি ছোট্ট নোট লেখেন শ্রীতমা।
বুধবার সকালে মেকআপ রুমের থেকে তৈরি হওয়ার সময় একটা ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন। আর লিখেছিলেন, ‘শেষবারের মতো শ্রীতমা হচ্ছি।’ যার জবাবে তাঁর অনুরাগীরা কমেন্ট সেকশনে এসে লিখেছিলেন, ‘শেষ দিন পড়েই মনটা ভেঙে গেল।’ আরেকজন লেখেন, ‘কিছুতেই মেনে নিতে পারছি না এটা।’ তৃতীয়জনের মন্তব্য, ‘শ্রীতমা সারা জীবন আমাদের মনে থেকে যাবে।’ আরও পড়ুন: মিঠাই-তে ‘নন্দা’র চরিত্র নিয়ে হাজার ট্রোল! ধারাবাহিক শেষ হতেই কী লিখল কৌশাম্বি?
বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল সেলফি তুলতে আসা অনুরাগীদের ভিড়। সকলের সঙ্গে কথা বলছেন। মুখে হাসি নিয়ে সেলফিও তুলছেন। ক্যাপশনে লিখলেন, ‘ভাইব এত হাই ছিল যে মুখের হাসি থামছিল না। এত গরমে সবাই জড়িয়ে ধরছিল, অস্বস্তি হয়নি এক ফোঁটাও। এই অনুভবটা আমার সঙ্গে শেষদিন অবধি থেকে যাবে।’ আরও পড়ুন: সুদীপ্তা যেন রাজরানি! অভিনব সাজে সৌম্যর বউ, দেখুন মিসেস বক্সীর নতুন লুক
মিঠাই-এর শেষ দিনে ‘শ্রীনন্দা’র চরিত্রে অভিনয় করা কৌশাম্বিও একটি পোস্ট করেন সোশ্যালে। যাতে লেখেন, ‘‘ধন্যবাদ সবাইকে যারা শেষ আড়াই বছর ধরে মিঠাই পরিবারকে আর মনোহরার সব সদস্যদের আপন করে নিয়েছেন। ধন্যবাদ জি বাংলা, রাখিদি, রাজেন স্যার, স্যান্ডি দত্তদা, এবং কৃষাণুদাকে শ্রীনন্দা চরিত্রটাকে ফুটিয়ে তোলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মিঠাই পরিবারকে এত মিষ্টি স্মৃতি দেওয়ার জন্য, যেগুলো সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।’
কমেন্টে এক অনুরাগীর মন্তব্য, ‘তোমার মতো মিষ্টি মেয়ে আমি দুটো দেখিনি। খুব ভালো থেকো সারা জীবন।’ দ্বিতীয় জন লিখলেন, ‘কাল আমিও গিয়েছিলাম। সত্যি তোমার মুখের হাসি লেগেই ছিল। তোমার থেকে অনেক কিছু শেখার আছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘শেষ কোন বাংলা সিরিয়ালের প্রতিটা চরিত্র এতটা জনপ্রিয়তা পেয়েছে জানি না। মিঠাই শেষ হয়েও হবে না…’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here