‘গরমে রাস্তায় মাথার টিকি যখন পাখা হয়ে ওঠে’, মজার ভিডিয়ো পোস্ট করলেন অমিতাভ বচ্চন
গরমে দাবদাহে প্রাণ যায় যায়। এই পরিস্থিতিতে ফ্যান কিংবা এসি ছাড়া থাকা প্রায় দায় হয়েছে। কিন্তু বাইরে বের হলে তখন তো আর সূর্যের প্রখর তেজ, আর তাপমাত্রাকে এড়িয়ে চলা যায় না? আবার গোটা রাস্তায় হাতপাখা নিয়ে হাঁটাও সম্ভব নয়। এই পরিস্থিতিতে কী করা যায়? অগত্যা সহ্য করা ছাড়া উপায় নেই।
খেটে খাওয়া মানুষের গরমের কথা ভাবলে চলে না। তাঁদের নিত্যদিনই কাজের জন্য বাইরে বের হতেই হয়। এমনই পরিস্থিতিতে রাস্তায় গরম থেকে বাঁচার সহজ উপায় বের করে নিয়েছেন এক ব্যক্তি। তাঁর সেই মজার পন্থার ভিডিয়ো শেয়ার করেছেন খোদ বিগ বি। কিন্তু কী উপায় বের করেছেন সেই ব্যক্তি?
অমিতাভ বচ্চনের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির মাথা ন্যাড়া, অথচ লম্বা মোটা একটি টিকি রেখেছেন। পনিটেল করে বেঁধে নিয়েছেন সেই টিকি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে সেই পনিটেলকেই ফ্যানের মতো ঘোরাতে ঘোরাতে চলেছেন সেই ব্যক্তি। টিকি ঘুরছে ফ্যানের মতো, হাওয়াও হচ্ছে। এমনই মজার একটি ভিডিয়ো পোস্ট করেছেন অমিতাভ। ক্যাপশানে মজা করে লিখেছেন, গরমে দিনে, তিনি নিজের ফ্যানকে ঠান্ডা করার জন্য বয়ে নিয়ে চলেছেন।
আরও পড়ুন-‘বাড়িতে পানশালা চাই!’ ক্যাটরিনার এমন আবদারে ভিকি বললেন…
আরও পড়ুন-‘এটা কি আমার বলিউডে ডেবিউ-এর সময়?’ মন্নতে শাহরুখের সঙ্গে দেখা করে প্রশ্ন মার্কিন রাষ্ট্রদূতের
বিগ বি-র পোস্ট করা এই ভিডিয়োটি প্রায় ২.৭ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘রাস্তায় চলা হেলিকপ্টর। ’ কারোর কথায়, ‘ও মাই গড, আপনার রসবোধে অভিভূত, স্যার।’ কারোর কথায়, ‘দিনের সেরা পোস্ট, খুবই মজার।’ কেউ আবার নীতি পুলিশ হয়ে লিখেছেন, ‘ঠিক করলেন না স্যার। আপনি লোকেদের কপি না করতে বলেন কিন্তু নিজেই অনুমতি ছাড়া এই ভিডিও নিয়েছেন।’ কারোর কথায়, ‘অন্যকে নিয়ে মজা করা ঠিক নয়। আপনি শিক্ষিত, এটা আপনার কাছ থেকে আশা করি নি।’
For all the latest entertainment News Click Here