গরমে অতিষ্ঠ! কলকাতার মেয়র সহ একাধিক জনকে ট্যাগ করে বিশেষ প্রস্তাব লোপামুদ্রার
‘সচারচর ট্যাগ করি না। কিন্তু করলাম। গরমটা কি সহ্য হচ্ছে ?? হবে??’। কলকাতা পুরসভা ও মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিকজনকে ট্যাগ করে লম্বা পোস্ট করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র। দিনে দিনে তাপমাত্রা বেড়েই চলেছে, গরমে হাঁসফাঁস কলকাতা সহ গোটা রাজ্য। অগত্যা গুরুত্বপূর্ণ বেশকিছু কথা ও প্রস্তাব নিয়ে ফেসবুকের দেওয়ালে বিশেষ পোস্ট করলেন লোপামুদ্রা।
ঠিক কী লিখেছেন লোপামুদ্রা মিত্র?
সঙ্গীতশিল্পী লিখেছেন, ‘সচারচর ট্যাগ করি না। কিন্তু করলাম। গরমটা কি সহ্য হচ্ছে ?? হবে?? আমার পাড়ায় ফুটপাথের ধারে যে বড় গাছগুলো আছে, বড় বা ছোট ঝড় এলে কেউ বাঁচবে না, কারণ, শেকড় মেলার জায়গা নেই, ঘাড়ের কাছে বড় বড় বাড়ি, ডালপালার ব্যালেন্স কমে যাচ্ছে। যে গাছগুলো গত বছর ঝড়ে বা আমফান, ইয়াশে পড়ে গেছে, তাদের জায়গায় আমরা নতুন কোন গাছ বসাই নি, কিছু গাছ বসালেও তার যত্ন নিইনি। লেক, সার্দান অ্যাভনিউ বিরাট অঞ্চল জুড়ে অনেক অনেক গাছ আজ আর নেই।’
লোপামুদ্রার প্রস্তাব, ‘দক্ষিণ কলকাতার লেকে কি জঙ্গল বানাতে পারি না আমরা? আমি আমার এলাকাটুকু নিয়েই আপাতত ভাবছি, স্বার্থপরের মতো। কিছু কি করা যেতে পারে ?? সবাই মিলে?? গা বাঁচানোর আরেক নাম সহ্য , আর হচ্ছে কি ??’
আরও পড়ুন-‘জওয়ান’-এর গানে নাচের মহড়ায় শাহরুখ-দীপিকা, চুরি করে তোলা ছবি ফাঁস নেটদুনিয়ায়!
আরও পড়ুন-গানে ‘নারীবিদ্বেষী’ শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, এবার সেই হানি সিং-ই পাশে দাঁড়ালেন উরফি জাভেদের
লোপামুদ্রা মিত্রর পোস্টের নিচে অনেকেই তাঁর ভাবনা ও উদ্য়োগের প্রশংসা করেছেন। তাঁর পোস্টের নিচে কমেন্টের বন্য়া বয়ে গিয়েছে। অনেকেই জানিয়েছেন তাঁরা শিল্পীর পাশে আছেন। এদিকে এবিষয়ে আনন্দবাজার অনলাইনকে লোপামুদ্রা আরও বলেছেন। এরমধ্যে কোনও রাজনীতি নেই। তৃণমূল, সিপিএম, বিজেপি সকলকেই ট্যাগ করেছি। সকলে মিলে সমস্যা মোকাবিলার কথা বলেছি। জানিয়েছেন তিনি ৪ তলায় থাকেন, এদিকে এত গরমে এসি ছাড়া কোনওভাবেই থাকা যাচ্ছে না। চারপাশের গাছগুলি আবাসনের ভিড়ে আর বাড়তে পারছে না।
এদিকে ইতিমধ্যে কলকাতায় তাপমাত্রার পারদ ৪০-৪১ ডিগ্রি ছাপিয়ে গিয়েছে। বৃষ্টিপাতে দেখা নেই। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত এই তাপপ্রবাহ চলবে। এই পরিস্থিতিতে সঙ্গীতশিল্পী বার্তার প্রশংসা করেছেন অনেকেই।
For all the latest entertainment News Click Here