গম্ভীরের সঙ্গে বিবাদের পরে স্ত্রী অনুষ্কাকে নিয়ে মন্দির পরিদর্শনে গেলেন বিরাট
স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মন্দিরে পুজো দিলেন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। মন্দিরে প্রবেশের মুখে তারকা দম্পতির ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। ভিডিয়োতে বিরুষ্কাকে গায়ে চাদর জড়িয়ে, কপালে তিলক, গলায় মালা পরে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে।
আইপিএল ম্যাচের জন্য লখনউতে বিরাট। ম্যাচ শেষে ছুটির দিনে স্ত্রী অনুষ্কাকে নিয়ে মন্দিরে পুজো দিতে যান তারকা ক্রিকেটার। এক পাপারাৎজ্জির শেয়ার করা অ্যকাউন্ট থেকে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে ভারতীয় অধিনায়ককে ধুতি এবং গলায় শাল বেঁধে দেখা মিলেছে। অন্যদিকে, শাড়ি পরেছিলেন অনুষ্কা। দেখুন ভিডিয়ো-
উল্লেখ্য, মার্চ মাসে মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচের আগে স্ত্রীকে নিয়ে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিলেন ভারতীয় অধিনায়ককে। বিরুষ্কার আধ্যাত্মিক চর্চা এই প্রথম নয়। বছরের শুরুতে তারা মেয়ে ভামিকা কোহলিকে সঙ্গে নিয়ে হৃষিকেশ এবং বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন যান বাবা নিম করোলির আশ্রমে এবং ঋষিকেশে তারা স্বামী দয়ানন্দ আশ্রমে যান।
উল্লেখ্য, গত সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচে পুরো উত্তপ্ত হয়ে ওঠে ২২ গজ। একেবারে ধুন্ধুমার কাণ্ড। ম্যাচ চলাকালীনই নবন-উল-হক কোহলি বা অমিত মিশ্রর সঙ্গে কোহলির টুকটাক ঝামেলা চলছিলই। সেই ঝামেলাই পরে বড় অকার নেয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময়ে ফের কোহলি-নবীন ঝামেলা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে তরজা তুঙ্গে ওঠে। মাঠের মধ্যে একে অপরের দিকে তেড়ে যান। এই ঘটনার পর লখনউয়ের কর্তারা প্লেয়ার এবং দলের সাপোর্ট স্টাফেদের সঙ্গে মাঠেই বৈঠক করেন।
এ দিকে আইপিএলে নিয়ম ভঙ্গের জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আফগান ক্রিকেটার নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইপিএলের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টের ধারা ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন গৌতম গম্ভীর।’ একইসঙ্গে আইপিএলের ওই মিডিয়া রিলিজে জানানো হয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি।’
For all the latest entertainment News Click Here