‘গদর’-এর তারা সিং সেজে ছেলে করণের সঙ্গীতে সানি! নাচে মাত দিলেন দাদু ধর্মেন্দ্র
১৮ জুন মুম্বইতে দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সানি-পুত্র করণ দেওল। আর তাই আপাতত জমিয়ে চলছে প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি। বৃহস্পতিবার ছিল মেহেন্দি। আর শুক্রবার রাতে আয়োজন করা হয়েছিল সঙ্গীতের। তবে ছেলের বিয়ে হলে কী হবে, লাইমলাইটে বারবার উঠে আসছেন পাপাজি!
করণের সঙ্গীতে সানি তাঁর সুপারহিট সিনেমা গদর-এর লুকে হাজির হন। তারা সিং-এর মতো পোশাক পরা সানির ছবি আর ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ম্যাচিং পাঠানি সালোয়ার এবং ধূসর কুর্তার উপরে একটি চেকারযুক্ত বাদামী ব্লেজার পরেছিলেন। আর সাজ সম্পূর্ণ করেছিলেন বাদামী পাগড়ি দিয়ে।
প্রবীণ চলচ্চিত্র নির্মাতা বিমল রায়ের প্রপৌত্রী দৃশা আচার্যের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। দুবাইতে তিনি একটি ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার হিসেবে কাজ করেন। করণ ‘পল পল দিল কে পাস’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং পরবর্তীতে ‘আপনে ২’-তে তাঁকে দেখা যাবে।
হবু দম্পতি করণ-দৃশা তাঁদের সঙ্গীতের অনুষ্ঠানে এসেছিলেন কালো পোশাকে। ভেন্যুতে প্রবেশের আগে পাপারাজ্জিদের জন্য পোজ দেন। হাজির ছিল গোটা দেওল পরিবার। ববি দেওলকে দেখা যায় হালকা গোলাপি কুর্তা-পায়জামায়। তাঁর স্ত্রী স্ত্রী তানিয়া পরে এসেছিলেন হলুদ লেহেঙ্গা। হাজির ছিল ববির ছেলে আর্যমান দেওল এবং সানির ছোট ছেলে রাজবীর দেওল।
শুধু যে ছেলের সঙ্গীতে চমক দেওয়া লুকে আসেন সানি তাই নয়, সঙ্গে ‘গদর’-এর বিখ্যাত গান ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’-তে পারফর্মও করেন। নাতির সঙ্গীতে নাচলেন ধর্মেন্দ্রও। ইয়ামলা পাগলা দিওয়ানা-তে মঞ্চ মাতালেন তিনি।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’ ছিল সুপার ডুপার হিট। তাঁর ২২ বছর পর চলতি বছরেই আসছে ‘গদর ২’। আগামী ১১ই অগস্ট বড় পর্দায় এই ছবির সিকুয়েল মুক্তি পেতে চেলেছে। ফের একবার সানি-অমিশা জুটির রোম্যান্স রুপোলি পর্দায় দেখতে উত্তেজিত দর্শক। সম্প্রতি সামনে এসেছে টিজার। যেখানে সানিকে কারও একটা কবরের পাশে বসে কাঁদতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ও ঘর আজা পরদেশি’। ‘গদর ২’-এর প্রেক্ষাপট ১৯৭১-এর অশান্ত পাকিস্তান। ভারত-পাক যুদ্ধের আবহে ওপারে ভারত-বিরোধী। তার মধ্যেই কাঁটা পেরিয়ে পাকিস্তান যাচ্ছে তারা সিং। এবার কাকে আনতে, সেটাই দেখার।
For all the latest entertainment News Click Here