গত ১৫ বছরে কখনও ক্যাপ্টেন্সি করেননি জাদেজা, শেষবার কবে, কাদের নেতৃত্ব দিয়েছিলেন?
রীতিমতো চমক। আইপিএল ২০২২ শুরু হতে দিন দু’য়েক বাকি। এমন সময় মহেন্দ্র সিং ধোনির বদলে রবীন্দ্র জাদেজাকে নতুন ক্যাপ্টেন নিযুক্ত করল চেন্নাই সুপার কিংস। স্বয়ং ধোনিই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয় সিএসকের তরফে।
জাদেজা উদ্বোধনী মরশুম থেকেই আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৯ থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামছেন। দেশের হয়ে ৫৯টি টেস্ট, ১৬৮টি ওয়ান ডে ও ৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন জাদেজা। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার হয়ে ২৮৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। আইপিএলে ২০০ ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যেই। তবে এখনও জাতীয় দল অথবা আইপিএল, কোথাও নেতৃত্ব দেননি তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সিনিয়র ক্রিকেট কেরিয়ারের গত ১৫ বছরে কখনও টস করতে নামেননি জাদেজা। এবার সরাসরি আইপিএলের মঞ্চে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্যাপ্টেন্সির হাতেখড়ি হবে তাঁর।
যদিও এর আগে জাদেজা কখনও ক্যাপ্টেন্সি করেননি, এমনটা নয়। তবে শেষবার কবে ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছিলেন জাদেজা, সেটা বোধহয় তিনি নিজেও ভুলতে বসেছেন। আসলে রবীন্দ্র জাদেজা শেষবার ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছেন ২০০৭ সাল। সেবছর ২৮ অক্টোবর রাজকোটের ওয়েস্টার্ন রেলওয়ে গ্রাউন্ডে বিনু মানকড় ট্রফির ম্যাচে সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাদেজা। প্রতিপক্ষ ছিল মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ দল।
For all the latest Sports News Click Here