গত মরশুমে খেতাব জিতেও ISL চ্যাম্পিয়ন্স ব্যাজ পরতে পারবে না মোহনবাগান!
আর কয়েক মাস পরেই শুরু হবে এই মরশুমের আইএসএল। প্রত্যেক দলই নিজেদের সংসার গুছিয়ে নিচ্ছে জোরকদমে। এর সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবলের জনপ্র্রিয় এই টুর্নামেন্টে কিছু বদল আসতে চলেছে বলে জানা যাচ্ছে। সাংবাদিক মার্কাস মেরগুলহাওর মতে, আইএসএল চ্যাম্পিয়ন্স ব্যাজটি এখন থেকে আর আইএসএল ফাইনাল জয়ী দল নিজেদের কাছে রাখতে পারবে না। তার পরিবর্তে লিগ শিরোপা জয়ী দল এই ব্যাজ পাবে। নতুন নিয়ম অনুসারে মুম্বাই সিটি আসন্ন মরশুমের জন্য আইএসএল ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স ব্যাজ ব্যবহার করবে।
২০২৩-২৪ মরশুমে আরও একটি পরিবর্তন আসতে চলেছে এই টুর্নামেন্টে। সেটি হল আই লিগের বিজয়ীদের আইএসএলে অন্তর্ভুক্ত করা। বতমান আইলিগ দল পঞ্জাব এফসি পূর্বে যা রাউন্ডগ্লাস পঞ্জাব নামে পরিচিত ছিল। তারা এবার ইন্ডিয়ান সুপার লিগ খেলতে চলেছে। গত মরশুমে আই লিগ জয়ী হয় তারা। তাই আইএসএলে তাদের পদোন্নতি ঘটেছে। আই লিগ থেকে জয়ী হয়ে প্রথম দল হিসেবে তারা এই যোগ্যতা অর্জন করেছে।
এই টুর্নামেন্টের নিয়ম বদলের ফলে ভারতীয় ফুটবল আমূল পরিবর্তন আসতে চলেছে। স্বাভাবিক ভাবেই বলা যায় উন্নতির এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ফুটবল। নতুন মরশুম শুরুর আগে নিজেদের সর্বোচ্চ দিয়ে দল গঠন করছে। গত মরশুমের বিজয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট এই বারও জেতার লক্ষ্যে ঝাপাচ্ছে। আগের থেকে তাদের টিম আরও শক্তিশালী করেছে তারা। অনিরুদ্ধ থাপা, আব্দুল সামাদ, এবং আনোয়ার আলি সহ ভারতীয় জাতীয় দলের তারকাদের নিজেদের দলে টেনে নিয়েছে। বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার জেসন কামিংসকে সবুজ মেরুন শিবিরে যোগদান করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে কলকাতার এই প্রধান। তবে গতবার চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স ব্যাজ পরতে পারবে না বাহান শিবির।
এদিকে শিল্ড হোল্ডার মুম্বই সিটি এফসি ডাচ মিডফিল্ডার ইয়োয়েল ভ্যান নিফ এবং মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার তিরিকে এনে তারা দলকে শক্তিশালী করেছে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসিআই, হায়দরাবাদ এফসি এবং ইস্ট বেঙ্গল তাদের স্কোয়াড উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ইস্টবেঙ্গল গতবারের হতাশা কাটিয়ে নতুন মরশুমের জন্য বেশ কয়েকজন নামি ফুটবলারকে নিজেদের দলে নিয়েছে। জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এবং নবাগত পঞ্জাব এফসি তাদের দল নতুন করে সাজিয়ে তুলছে।
For all the latest Sports News Click Here