গত বছর থেকে আরিয়ান-সহ ৬ মাদক মামলায় সেই একই সাক্ষীকে ব্যবহার NCB-র: রিপোর্ট
আরিয়ান খান মামলায় আবারও বিতর্কে জড়াল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আরিয়ান মাদক মামলায় ১০ জন ‘পঞ্চ’ সাক্ষীর নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁদের মধ্যে শুধুমাত্র আদিল ফজল উসমানি নামে একজনকেই ব্যবহার করা হয়েছে। যে ব্যক্তিকে গত বছর থেকে কমপক্ষে পাঁচটি মামলায় (আরিয়ান মামলা ছাড়া) ‘পঞ্চ’ প্রত্যক্ষদর্শী হিসেবে ব্যবহার করেছে এনসিবি।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানদের পাকড়াও করার পর ‘পঞ্চ’ সাক্ষী হিসেবে ফজল-সহ ১০ জনের নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁরা হলেন – কে পি গোসাভি (আপাতত গ্রেফতার হয়েছেন), মণীশ ভানুশালী (বিজেপির সঙ্গে যোগ আছে বলে অভিযোগ), প্রভাকর সেল (এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন), আউবরে গোমেড, ভি ওয়াইগঙ্ক, অপর্ণা রানে, প্রকাশ বাহাদুর, শোয়েব ফয়জ এবং মুজাম্মিল ইব্রাহিম। তাঁদের মধ্যে কয়েকজন ওই প্রমোদতরীর নিরাপত্তাকর্মী।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সংবাদমাধ্যমের হাতে যে তথ্য এসেছে, তাতে দেখা গিয়েছে যে গত বছর থেকে কমপক্ষে আরও পাঁচটি মাদক মামলায় আদিলকে ‘পঞ্চ’ সাক্ষী হিসেবে ব্যবহার করেছে এনসিবি। সেগুলি হল – ৩৬/২০২০, ৩৮/২০২০, ২৭/২০২১, ৩৫/২০২১ এবং ৩৮/২০২১। শুধু তাই নয়, ওই পাঁচটি মামলায় আদিলের একই ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে সেই ঠিকানা ধরে আদিলকে খুঁজে বের করা যায়নি বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
তবে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এনসিবির তরফে দাবি করা হয় যে পরিচিত ‘পঞ্চ’ সাক্ষীদের উপরই ভরসা করতে হয়। কারণ মাদক মামলায় অভিযানের সময় অনেকেই ভয় বা আইনি জটের কারণে সাক্ষী হতে চান না। যদিও সেই ‘পঞ্চ’ সাক্ষীদের নিয়ে মাঝেমধ্যেই বিতর্ক হয়। অভিযোগ, ওই সাক্ষীরা তদন্তকারী সংস্থার হাতে থাকেন। তাই তাঁদের নিরপেক্ষ সাক্ষী বলা যাবে না। তা সত্ত্বেও সেই ‘পঞ্চ’ সাক্ষীদের ব্যবহার করে থাকে এনসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত দু’বছরে কমপক্ষে চার ‘পঞ্চ’ সাক্ষীকে একাধিক মামলায় ব্যবহার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
For all the latest entertainment News Click Here