গতবার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, কী ঘটেছিল সেই ম্যাচে?
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ভারত সব ম্যাচে জয় তুলে নেয়। তবে খেতাবি লড়াইয়ে বাংলাদেশের কাছে হারতে হয় ভারতীয় যুব দলকে। গতবার খেতাব হাতছাড়া হওয়ার জ্বালা এবার বাংলাদেশকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দিয়েই মিটিয়ে নেয় ভারত।
চলতি যুব বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশকে ১১৫ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করে যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলে ম্যাচ জিতে যায় ভারতীয় যুব দল। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাংলার রবি কুমার।
এই অবস্থায় দেখে নেওয়া যাক ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ঠিক কী ঘটেছিল। সেবার যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। পোচেস্ট্রুমে খেলা হয় ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচ।
২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রানে অল-আউট হয়ে যায়। যশস্বী জসওয়াল ৮৮ রান করেন। ৩৮ রান করেন তিলক বর্মা। ২২ রান করেন উইকেটকিপার ধ্রুব জুরেল। ক্যাপ্টেন প্রিয়ম গর্গ ৭ রান করে আউট হন। বাংলাদেশের অভিষেক দাস ৩টি এবং শোরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব ২টি করে উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুললে বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বৃষ্টির পরে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০ রানের। বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭০ রান তুলে নেয়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে বাংলাদেশ ২৩ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে এবং যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ভারতকে সেবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন আকবর আলি। এছাড়া পারভেজ হোসেন ৪৭ রান করেছিলেন। রবি বিষ্ণোই সেই ম্যাচে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। সুশান্ত মিশ্র ২টি ও যশস্বী জসওয়াল ১টি উইকেট দখল করেন। যশস্বী মোট ৪০০ রান সংগ্রহ করে এবং ৩টি উইকেট দখল করে সেবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
For all the latest Sports News Click Here