গড়াপেটার আঁধারে ব্রাজিল ফুটবল, সন্দেহের তালিকায় হাফ-ডজন ম্যাচ
ফের বিশ্ব ফুটবলে গড়াপেটার ছায়া। এবার ম্যাচ গড়াপেটার মতো ঘটনা ঘটল ব্রাজিলে। জানা গিয়েছে গত বছর ব্রাজিলের টপ-ফ্লাইট সকার লিগে অন্তত ছয়টি খেলায় ম্যাচে গড়াপেটা হয়েছে। যা সত্যি চিন্তা বাড়িয়েছে ব্রাজিলের ফুটবলকে। মনে করা হচ্ছে একাধিক ফুটবলার ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে কোন কোন ফুটবলারের নাম রয়েছে তা এখনও প্রকাশ্যে অনেননি তারা।
ম্যাচ গড়াপেটার তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা ব্রাজিলের ছয়টি রাজ্য এবং ১৬টি শহরে ব্যবসায়ী ও ফুটবলারদের বাড়িতে অভিযান চালিয়েছেন। ৯ জন ফুটবলারকে সন্দেহের চোখে রেখেছেন তারা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। যদিও তদন্তকারী আধিকারিকরা তাঁদের পরিচয় গোপন রেখেছেন। এই মুহূর্তে সবার সামনে ফুটবলার এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নাম প্রকাশ্যে আনতে নারাজ তারা। যদিও এখনও দোষ প্রমাণিত হয়নি।
এই দুর্নীতির অভিযোগ সামনে আসা আসার পর নভেম্বর মাসে তদন্ত শুরু হয়। প্রথমে তিনটি ম্যাচকে কেন্দ্র করে তদন্ত চালানো হয়। কিন্তু তারপর সর্বমোট ১১টি ম্যাচে দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ১১টি ম্যাচকে কেন্দ্র করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। গোয়াস রাজ্যের তদন্তকারী অধিকর্তা ফার্নান্দো সেসকোনেটো সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন।
তদন্ত শুরু করার পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের সামনে। তদন্তকারীরা জানাচ্ছেন, ম্যাচ চলাকালীন বিভিন্ন রকম আচরণ করার জন্য ডলারও পেয়েছেন ফুটবলাররা। এই আচরণ এমনভাবেই করতে হয়েছে যাতে করে তারা লাল কার্ড বা হলুদ কার্ড দেখেন। এই কাজ করার জন্য তারা ১০০০০ থেকে ২০০০০ হাজার ডলার পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
যদিও এই সবটাই এখনও পর্যন্ত অভিযোগের পর্যায়ে রয়েছে। ফুটবলার বা ব্যবসায়ীদের প্রতি ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু দুর্নীতি যে ঘটেছে তাতে কোনও রমক সন্দেহ নেই তদন্তকারীদের। আশা করা হচ্ছে আর অল্প কয়েক দিনের মধ্যেই তদন্ত প্রক্রিয়া গুটিয়ে নেবে তারা। যদি এই দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে ফের বিশ্ব ফুটবলের গায়ে দাগ লাগবে। যা বিভিন্ন দেশের স্থানীয় লিগগুলির জন্য ভালো বিজ্ঞাপন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এখন এটাই দেখার অভিযুক্ত ফুটবলাররা কোনও শাস্তি পান কিনা।
For all the latest Sports News Click Here