খড়িকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে ঋদ্ধি? ‘গাঁটছড়া’র নতুন পর্বে কী হবে জেনে নিন
ঋদ্ধি-খড়ির সম্পর্ক জোড়া লেগেছে। রাগ-অভিমান এখন অতীত। সব ঝড়ঝঞ্ঝায় একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েছে তারা।
যেমন কথা, তেমন কাজ। তাই রাহুলের ষড়যন্ত্রও আলাদা করতে পারছে না ঋদ্ধি-খড়িকে। এ বার একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
তুমুল ক্ষতির মুখে সিংহ রায় জুয়েলার্স। পারিবারিক ব্যবসাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে ঋদ্ধি। তাকে সাহায্য করবে খড়ি। কী ভাবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের আসল চেহারা ফাঁস করা হবে, সেই পরিকল্পনাও করে ফেলেছে তারা। কিন্তু সরষের মধ্যেই যে ভূত লুকিয়ে! সে কথা যদিও এখনও জানে না তারা।
নতুন নাটক শুরু করেছে ঋদ্ধি-খড়ি। দত্তদের প্রতারণার কথা সামনে আনতেই এই পদক্ষেপ। খড়িকে ভুল বোঝার অভিনয় করছে ঋদ্ধি। খড়িও স্বামীর তালে তাল মেলাচ্ছে। অর্থের বিনিময়ে দত্তদের কাছে গয়না বিক্রির কথা স্বীকার করে নেয় সে।
ব্যাস, খড়ির এই স্বীকারোক্তির পরেই ঝড় বয়ে যায় সিংহ রায় পরিবারের বৈঠকখানায়। তাকে কাঠগড়ায় তুলে দেয় পারমিতা এবং সুধাংশু। পুত্রবধূর বিশ্বাসঘাতকতা জেনে ব্যথিত মঞ্জিরা। ঋদ্ধিও রেগে যাওয়ার অভিনয় করে খড়িকে বাড়ি থেকে বার করে দেয়।
অন্য দিকে, রাহুল-কিয়ারার ষড়যন্ত্রের আঁচ পায় দ্যুতি। বুঝতে পারে, খড়িকে বিপদের ফেলার নেপথ্যে আসল কারসাজিটি কার।
ঋদ্ধি-খড়ির পরিকল্পনার কথা জেনেছে বনি। তাদের সাহায্য করতে ময়দানে নেমেছে সে। এ সবের মাঝেই বহাল ঋদ্ধি-খড়ির খুনসুটি। পরিবারের সদস্যদের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য স্ত্রীর নামে নিন্দা করতে শুরু করে ঋদ্ধি। বলে খড়ি তার যোগ্য নয়। এমনকী অন্য কারও সঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও সেরে ফেলে সে।
সবটাই যদিও নাটক। তবুও বরের কথা শুনে বেজায় চটে যায় খড়ি। তাকে শায়েস্তা করতে কী করবে সে? কী ভাবেই বা রাহুলের ষড়যন্ত্র ফাঁস করবে তারা? এখন সেটাই দেখার।
For all the latest entertainment News Click Here