খ্যাতি পেয়ে অনামিকা সাহার খোঁজ নেন না অপরাজিতা! পালটা জবাব দিলেন অভিনেত্রী
অনামিকা সাহার হাত ধরেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে প্রবেশ করেছিলেন অপরাজিতা আঢ্য, তবে আজ পুরোনো দিনের কথা মনেই রাখেননি অপরাজিতা, এমনক কী অনামিকা সাহাকে নাকি পাত্তা দেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনই অভিযোগ তুলেছেন বাংলা সিনেমার এককালের জাঁদরেল খলনায়িকা। এবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। টেলিভিশনের জনপ্রিয় মুখ দুজনেই। খুব শীঘ্রই তাঁদের দেখা যাবে পাভেলের ‘কলকাতা চলন্তিকা’য়। এর মাঝেই বিতর্কে নাম জড়ালো দুজনের।
অনামিকা সাহার অভিযোগ নিয়ে বলতে গিয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাত্কারে অপরাজিতা আঢ্য বলেন, ‘উনি আমার মায়ের মতো… আর কী বলব!’ এরপর জানান এই কথাটা একদম ঠিক যে স্বপন সাহার কাছে অনামিকা সাহাই প্রথম নিয়ে গিয়েছিলেন অপরাজিতাকে। সেই সময় ‘তৃষ্ণা’ ধরাবাাহিকে একসঙ্গে কাজ করতেন দুজনে। মা-মেয়ের চরিত্রে, বাস্তবেও ততটাই মজবুত ছিল তাঁদের সম্পর্ক। স্বপন সাহার ‘শিমূল পারুল’ ছবির সঙ্গেই রুপোলি জগতে প্রবেশ করেন অপরাজিতা, তবে অভিনেত্রী বলেন, ‘যেদিন স্বপন সাহার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেদিন বুম্বাদা স্টুডিওতে ছিলেন। এবং আমার সামনে বুম্বাদা অনামিকাদিকে বলেন, ‘তুমি আজকাল মেম নিয়ে ঘুরছ’? তার কিছুদিন পরেই বুম্বাদা আমাকে ডেকেছিলেন নিজের পরিচালনায় একটা ছবি করবেন বলে। আমার লুক টেস্টও হয়েছিল। ‘শিমুল পারুল’-এর ক্ষেত্রে বুম্বাদা মনঃক্ষুণ্ণ হয়েছিলেন বলে আমার জানা নেই। যেটা অনামিকাদি বলেছেন।’
‘শিমুল পারুল’-এর শ্যুটিং শেষ হওয়ার দু’দিন পরেই তাঁর বিয়ে হয়ে যায়। এরপর দু-বছর ইন্ডাস্ট্রিতে পা দেননি অপরাজিতা। এরপর ‘আলফা বাংলা’-র এক সিরিয়ালের সঙ্গে কামব্যাক অপরাজিতার। নিজের অবস্থান স্পষ্ট করে অপরাজিতা আঢ্য বলেন, ‘এর আগে আমার অভিনীত স্বপন সাহা বা হরনাথ চক্রবর্তীর ছবি নিয়ে তেমন আলোচনাই হয়নি। ….‘এক আকাশের নীচে’-র পর আমার পরিচিতি হয়। ওই আগের ছবিগুলোর কথা কেউ জিজ্ঞেস করেনি বা বলাও হয়নি, যে অনামিকাদি আমাকে এই সুযোগটা দিয়েছিলেন বা স্বপন সাহার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন’।
দেখা হওয়া সত্ত্বেও কথা হয়নি অনামিকা সাহার সঙ্গে এমন অভিযোগ ফুত্কারে উড়িয়ে দিলেন অপরাজিতা। তিনি বলেন, ‘অনামিকাদিকে চিনতে পারেনি এমন হয়নি’। গত মাসে এক অনুষ্ঠানের ফাঁকেও সৌজন্য বিনিময় করেছিলেন বলে জানান অপরাজিতা। কস্টিউম ঠিক না আসায় ‘কলকাতা চলন্তিকা’র পোস্টার শ্যুটে যেতে না পারবার কথাও অনামিকাকে জানিয়েছিলেন অপরাজিতা।
তবে অপরাজিতা ফের মনে করান, অনামিকা সাহা তাঁর মাতৃসম। কোনওকারণে বর্ষীয়ান অভিনেত্রীর খারাপ লেগে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী জানান অপরাজিতা। দু’জনের ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাক এমনটাই আশা সকলের।
For all the latest entertainment News Click Here