খোলা হাওয়ার শেষে মন খারাপ স্বস্তিকার, কেন লিখলেন ‘অভিনেতা হলে ছাড়তে জানতে হয়’
মাত্র সাত মাসেই থামল খোলা হাওয়ার সফর। স্বস্তিকা দত্তের নতুন ধারাবাহিক টিআরপিতে কখনই সেভাবে জায়গা করে উঠতে পারেনি। ফলস্বরূপ মাত্র কয়েক মাসেই ঝিলমিলের সফর ফুরাল। শুটিং শেষ হল এই ধারাবাহিকের তারপরই মন কেমন করা একটি পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা।
এদিন স্বস্তিকা তাঁদের এই সফরের একাধিক মুহূর্তের কোলাজ বানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। সঙ্গে তাঁদের শেষদিনের একটা গ্রুপফি পোস্ট করতেও ভোলেন না। এতদিন তাঁরা যে সাজঘরে বসে আড্ডা দিতেন, সাজতেন, তাঁদের গল্প হাসিতে যে ঘরটা গমগম করত তার একটা ছবিও পোস্ট করেন। যদিও সেই ঘরে আজ কেউ নেই। ফাঁকা।
কিন্তু শেষটা তাঁরা যে মোটেই মন খারাপ দিয়ে করেননি সেটা স্পষ্ট। হাসিখুশি, আড্ডায় ফুরাল খোলা হাওয়ার সফর। এমনকি তাঁদের হাসি-মর ঠেলায় ভেঙে যায় সেটের সোফাও।
এই ছবি, ভিডিয়ো পোস্ট করে এদিন অভিনেত্রী লেখেন, ‘যার শেষ ভালো তার সব ভালো। এটাই তো বলি আমরা তাই না? ভীষণ সুন্দর কাটল সময়টা। বহুদিন মনে থাকবে। আমরা কখনই এই স্মৃতি ভুলব না কারণ এই স্মৃতিই মনে রাখবে এই গল্পের কথা যা আমরা কখনই চাইনি সেটা ফুরোক। তোমার খোলা হাওয়া ২৩.১১.২২ থেকে ২৫.০৭.২৩।’
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘কিন্তু সব সফরের শেষ তো থাকেই। আমি ঝিলমিল হতে পেরে কৃতজ্ঞ। কিছু ভালো সম্পর্ক, বন্ধুত্ব তৈরি হল, অনেক ভালোবাসা পেয়েছি। শিল্পী হিসেবে এই সফরে আমি অনেক কিছুই শিখেছি। ভেন্ট্রিলোকুইস্ট থেকে বাংলার সব থেকে অল্প বয়সের শাশুড়ি হয়ে ওঠার মাঝে সময়টা দ্রুত কেটে গেল।’ স্বস্তিকা তাঁর এই পোস্টে জি বাংলা সহ অনেককেই ধন্যবাদ জানিয়েছেন।
এর আগেও তিনি সকালে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন শেষ পাতা। অভিনেত্রীর পোস্ট দেখে মন খারাপ ভক্তদের। তাঁদের সবার প্রশ্ন তিনি আবার কবে ছোট পর্দায় ফিরবেন।
For all the latest entertainment News Click Here