‘খোলস’ ছেড়ে বেরতে সাহায্য করেছেন দলের ফিজিও, জানালেন হরমনপ্রীত কৌর
শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন ধরে ব্যাটে রান ছিল না ভারতীয় সিনিয়র মহিলা দলের অন্যতম সেরা ব্যাটার হরমনপ্রীত কৌরের। সামনেই মহিলা বিশ্বকাপ ক্রিকেট। আর তার আগে সমস্ত দেশের মতন প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত ভারতীয় দল ও। ভারতের কাছে সবথেকে স্বস্তির বিষয় তাদের স্টার ব্যাটার হরমনপ্রীত কৌর ব্যাট হাতে প্রস্তুতি ম্যাচে দারুণ ফর্মে ধরা দিলেন। দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে একটি অনবদ্য শতরান করেন তিনি।
ফর্মে ফেরার পরে ভারতীয় দলের সহ অধিনায়িকা হরমনপ্রীত কৌর নিজেই জানিয়ে দিলেন এতদিন রান না করার ফলে তিনি একটা ‘খোলসের’ মধ্যে ঢুকে পড়েছিলেন। ভারতীয় দলের মনোবিদ মুগ্ধা ভাবারে তাকে সাহায্য করেছেন এই ‘খোলস’ ছেড়ে বেরিয়ে আসতে। আর এই সহায়তাকে কাজে লাগিয়েই তিনি ফের ফর্মে ফিরছেন বলে দাবি জানালেন হরমনপ্রীত। মুগ্ধার সহায়তায় তার চিন্তা ভাবনা অনেকটাই ‘স্বচ্ছ’ হয়েছে যার সুফল তিনি পেয়েছেন জানালেন হরমনপ্রীত। আর মুগ্ধার সহায়তাতেই তিনি ফের ফর্মে ফিরেছেন বলে জানালেন হরমনপ্রীত।
প্রসঙ্গত শুক্রবার থেকে শুরু হতে চলেছে মহিলা বিশ্বকাপ ক্রিকেট। সেই কারণে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন মনোবিদ মুগ্ধা ভাবারে। উল্লেখ্য এটাই প্রথমবার ভারতীয় মহিলা দলের সঙ্গে কোন সফরে গিয়েছেন মনোবিদ। এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হরমনপ্রীত কৌর জানিয়েছেন ‘মুগ্ধা ম্যাডাম আমাদের সঙ্গে এই সফরে রয়েছেন। আমাদের দলের কাছে ওনার উপস্থিতি একটা বড় পাওনা। আমার জন্য ওনার উপস্থিতি খুব সহায়ক হয়েছে। আমাদের শেষ চারটি ম্যাচ যা আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছি সেখানে আমাদের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। আমি নিজেও যেন খোলসের মধ্যে ঢুকে পড়ছিলাম। কারণ সামনেই বিশ্বকাপ আসছে। ওর (মুগ্ধা) সঙ্গে কথা বলার পরে আমি বুঝতে পারি আমি ঠিক কি চাইছি। আমার মাথায় যে চিন্তা ছিল সেগুলো সম্বন্ধে আমি একেবারেই সজাগ ছিলাম না। কারণ আমার উপর বেশ চাপ ছিল। ওর সঙ্গে কথা বলার পরে আমি সমস্যার সমাধান খুঁজে পাই।’
For all the latest Sports News Click Here