খেলা হবে দিবসে ক্রীড়াবিদদের স্বীকৃতি, সোনাজয়ী অচিন্ত্য-সৌরভদের সংবর্ধনা রাজ্যের
শুভব্রত মুখার্জি: গত বিধানসভা নির্বাচনের লড়াইকে ঘিরে জন্ম হয়েছিল ‘খেলা হবে’ স্লোগানটির। সেই স্লোগানকে মাথায় রেখেই এবার এক অভিনব সিদ্ধান্ত নেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে। সারা রাজ্য জুড়ে খেলাধুলোকে আরও বেশি করে উৎসাহ জানানো হবে। আর সেই উদ্দেশ্যেই গোটা রাজ্য জুড়ে পালিত হল ‘খেলা হবে’ দিবস। তবে চমকের এখানেই শেষ নয়। এই উপলক্ষ্যে বিশেষভাবে সম্মানিত করা হল বাংলার ক্রীড়া জগতের দুই কৃতি সন্তানকে। সম্মানিত করা হল সদ্য কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতকে সোনা এনে দেওয়া দেউলপুরের সোনার ছেলে অচিন্ত্য শিউলিকে। পাশাপাশি বিশেষ সম্মানে সম্মানিত করা হল কমনওয়েলথ গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ জয়ী সৌরভ ঘোষালকে।
আরও পড়ুন: নেটে বেধড়ক মার যুবরাজের, হাঁকালেন বিশাল বড়-বড় ছক্কা, উত্তেজিত লারাও
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালন হল। এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন জায়গায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়েছে। মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি একাধিক কৃতি মানুষজন।
অনুষ্ঠানের মূল মঞ্চ থেকেই বার্মিংহাম কমনওয়েলথে সোনা পাওয়া ক্রীড়াবিদ অচিন্ত্য শিউলিকে সম্মানিত করা হয়। পাশাপাশি সম্মান জানানো হয় ব্রোঞ্জপদকপ্রাপ্ত সৌরভ ঘোষালকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে মাথাতে রেখেই রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্যও। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অনুষ্ঠানমঞ্চেই জানান ‘গত ৩৪ বছর ধরে বাংলার ক্রীড়াবিদদের অবহেলা করা হত। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার আসার পর থেকেই ক্রীড়াবিদদের নানাভাবে উৎসাহ, সম্মান জানানো হয়েছে বা হবেও।’
‘খেলা হবে’ দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশাপাশি রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯ টি পুরসভা, ৬টি পুরনিগম, কলকাতা পুরসভা এলাকার ১৪৪টি ওয়ার্ড, ২৩ টি জেলা সদর, জিটিএ এবং আইএফএ অনুমোদিত ক্লাব ও সংস্থায় একযোগে পালিত হয় নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
For all the latest Sports News Click Here