খেলার মাঝেই নিজের দল তুলে নিলেন IFA-র সহ সভাপতি! ফের বিতর্কে কলকাতা লিগ
চলতি কলকাতা লিগে একাধিক বিতর্ক সামনে উঠে এসেছে। পক্ষপাতিত্ব ও বিতর্ক ঘিরে আবারও কালিমালিপ্ত হল কলকাতা লিগ। শনিবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে একটি বড় বিতর্ক সামনে চলে এল। যা বাংলার ফুটবলে নতুন ভাবে বিতর্কের জন্ম দিল। আসলে চলতি কলকাতা লিগে শনিবার নৈহাটিতে সাদার্ন সমিতির মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস। কিন্তু খেলার মাঝেই দল তুলে নিল সাদার্ন সমিতি।
একটা সময়ে ম্যাচে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সাদার্ন সমিতি। এরপরেই দল তুলে নেন ক্লাবের কর্তা সৌরভ পাল। আসলে আইএফএ-র সহ সভাপতি নিজেই এমন কাজটি করেছেন। যার পরে বিতর্ক আরও বেড়েছে। আসলে ঘটনাটি ঘটার সময়ে খেলার ফল ছিল ১-১। এমন সময়ে সাদার্ন সমিতির এক খেলোয়াড় ইউনাইটেডের গোলকিপারের সামনে একা চলে গিয়েছিল। এমন সময়ে সকলেই মনে করেছিলেন যে গোলটি প্রায় নিশ্চিত। এই পরিস্থিতিতে রেফারি অফসাইড ডেকে দেন।
আরও পড়ুন… Durand Cup 2022: শুরুতেই ধাক্কা,I-League-এর অনামী টিমের কাছে লজ্জার হার ATK MB-র
এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় বিতর্ক। ক্ষোভ প্রকাশ করে সাদার্ন সমিতির ডাগআউট থেকে ক্ষোভের আগুন বাড়তে থাকে। সেই সময়ে সাদার্ন সমিতির সচিব তথা আইএফএ সহ সভাপতি সৌরভ পাল মাঠে উপস্থিত ছিলেন। তার নির্দেশেই দল তুলে নেওয়া হয়। এমন সিদ্ধান্তে সকলেই অবাক হয়েছেন। আর এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন… থামল অলিম্পিয়ানের লড়াই, প্রয়াত হলেন ময়দানের প্রিয় বদ্রু বন্দ্যোপাধ্যায়
এই ঘটনার প্রসঙ্গে ইউনাইটেডের শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য জানিয়েছেন,লিগে অবনমন না থাকলে এমনই ঘটবে। এদিকে সাদার্ন সমিতির সচিব এই বিষয়ে রেফারিকেই দায়ী করেছিলেন। তাঁর অভিযোগ ইউনাইটেডের প্রতি রেফারি পক্ষপাতিত্ব করে ছিল। তিনি জানিয়েছেন,নৈহাটিতে ও কল্যাণীতে ইউনাইটেডের সেটিং রয়েছে। এখন দেখার এই বিষয়ে আইএফএ কী সিদ্ধান্ত নেয়?
For all the latest Sports News Click Here