‘খেলায় মন দাও’, IIFA-র মঞ্চে প্রেমিকার হাত ধরে পৃথ্বীকে দেখেই খোঁটা নেটপাড়ার
আইপিএলের চলতি মরসুমে দিল্লির ভরাডুবি দেখেছে সকলেই। গোটা টুর্নামেন্টে সুপার-ডুপার ফ্লপ পৃথ্বী শ। যদিও ব্যর্থতার রেশ ভুলে আপতত আবু ধাবিতে মনের মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার। আইফা অ্যাওয়ার্ডে সুবজ কার্পেটে প্রেমিকা নিধি তাপাড়িয়া-র সঙ্গে দেখা গেল পৃথ্বীকে। কালো পোশাকে রং মিলান্তি দুজনের। গার্লফ্রেন্ডকে পাশে নিয়ে ক্যামেরার জন্য জমিয়ে পোজ দিলেন পৃথ্বী। প্রথমবার জনসমক্ষে প্রেমিকার হাত ধরে হাঁটলেন টিম ইন্ডিয়ার এই খিলাড়ি। পৃথ্বী-নিধির প্রেম নিয়ে চর্চার শেষ নেই, যদিও এতদিন সেভাবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। এদিন আর গোপন কথাটি রইল না গোপনে!
আইফার মঞ্চে পৃথ্বীর দেখা মিলল কালো শার্ট, একই রঙা ডেনিম এবং হাতকাটা পাফার জ্যাকেটে। মাথায় টুপি পড়েছিলেন পৃথ্বী। ফিনফিনে শিফন শাড়িতে ঝলমল করেন নিধি। সঙ্গে ডিপ নেকের স্লিভলেস ব্লাউজ। হাতে ছিল রুপোলি রঙা ব্যাগ।
ট্রোলড পৃথ্বী
নিধি-পৃথ্বীর ভিডিয়ো আর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড়। অফ-ফর্মে থাকা পৃথ্বীকে গার্লফ্রেন্ডকে ছেড়ে ক্রিকেটে মন দেওয়ার উপদেশ দেন অনেকে। কেউ আবার ফ্যাশন স্টেটমেন্ট ফলো না করে ক্রিকেট নিয়ে ভাবনা-চিন্তার পরামর্শ দেন। একজন লেখেন, ‘পারফরম্যান্স 0%, আর দেমাক ১০০%’। অনেকেই শুভগিলের সঙ্গে তুলনা টেনে লেখেন, ‘শুভমন দেখে পৃথ্বীর লজ্জা হওয়া উচিত। আজ কোথায় গিল আর কোথায় দাঁড়িয়ে ও’।
কে নিধি তাপাড়িয়া?
বিনোদন জগতের পরিচিত নাম নিধি। মডেলিংও করেন চুটিয়ে। মহারাষ্ট্রের এই ২৫ বছর বয়সী কন্যা কাজ করেছেন একাধিক হিট পঞ্জাবি মিউজিক ভিডিয়োতে। কমার্স নিয়ে পড়াশোনা করলেও গ্ল্যামার জগতকেই পেশা হিসাবে বাছেন নিধি। ঋতুরাজ মোহান্তির ‘তেরি ইয়াদ’ গানের মিউজিক ভিডিয়োতে পৃথ্বী-প্রিয়াকে পাওয়া গিয়েছিল। এছাড়াও জনপ্রিয় টিভি শো ‘সিআইডি’-র বেশ কিছু এপিসোডে দেখা মিলেছে নিধির। কুলবিন্দর বিলার পঞ্জাবি গানের মিউজিক ভিডিয়ো ‘জট্টা কোকা’ গানে নিধির শরীরী হিল্লোল ঝড় তুলেছিল নেটপাড়ায়। বেশ কয়েক মাস ধরেই পৃথ্বী শ-এর সঙ্গে সম্পর্কের জেরে চর্চায় এই সুন্দরী।
চলতি আইপিএলে লাগাতার ব্যর্থতার জেরে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ থেকেও বাদ পড়েছিলেন পৃথ্বী শ। এরপর প্লে-অফ থেকে দলের বিদায়ের পর পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটে রান পান পৃথ্বী। সেই ম্যাচে হাজির ছিলেন নিধি। পৃথ্বীর জন্য গলা ফাটান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রশংসাও উজার করে দেন। আপতত ক্রিকেট থেকে দূরে ছুটির মেজেজে পৃথ্বী শ। তবে আইপিএলে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর পৃথ্বীর টিম ইন্ডিয়ায় ফেরাটা সহজ হবে না বলছেন বিশেষজ্ঞরা।
For all the latest entertainment News Click Here