খেলনা বাড়ি নয়, মানালির সিরিয়াল আসায় শেষ হবে এই হিট মেগা, জানিয়ে দিল জি বাংলা!
সোমবারই সামনে এসেছে মানালি দে-র নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’-র টাইম স্লট। মানালির পাশাপাশি এই সিরিয়ালে থাকছেন স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস, সৃজনী মিত্ররা। এক পাড়ায় পাশাপাশি থাকা পাঁচ মেয়ের গল্প নিয়ে ৩ জুলাই থেকে সন্ধ্যা ৬.৩০টার স্লটে আসছে ‘কার কাছে কই মনের কথা’। এবার কথা হল তাহলে কি খেলনা বাড়ি বন্ধ হবে?
টিআরপি-তে বেশ ভালো ফল করছে খেলনা বাড়ি। মিতুল-ইন্দ্রর ধারাবাহিক স্লট হারা হলেও টিআরপি-তে টপ ১০-এ নিজের জায়গা ধরে রাখতে সক্ষম ছিল কয়েক সপ্তাহ আগে পর্যন্ত। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেটাও হয়ে উঠছে না। তাই অনেকেরই আশঙ্কা ছিল ইন্দ্র আর মিতুলকেই হয়তো টা টা-বাই বাই করে দেবে জি বাংলা। কিন্তু এখনই তা হচ্ছে না।
আপাতত, ৩ জুলাই থেকে খেলনা বাড়ি আসবে রাত ৯টায়। আর সেই হিসেবে সোহাগ জলের শেষ পর্বের সম্প্রচার হবে ১ জুলাই। খেলনা বাড়ি কম করে আরও ৬ মাস চলবে। তারপর জি বাংলার নিজস্ব প্রোডাকশনে সিরিয়াল আসলে সেই স্লট ছেড়ে দেবে খেলনা বাড়ি।
প্রসঙ্গত, ‘কার কাছে কই মনের কথা’ দিয়ে অনেকদিন পর কামব্যাক করতে চলেছেন টিভির আরও দুই পরিচিত মুখ বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং স্নেহা চট্টোপাধ্যায়। সিরিয়ালে মানালির স্বামীর চরিত্রে থাকছেন দ্রোণ।
প্রথম প্রোমো-তে দেখা গিয়েছে শ্বশুরবাড়িতে স্বামী, শাশুড়ির থেকে গুরুত্ব পান না মানালি (শিমূল)। শাশুড়ি তাঁর খুঁত খুঁজতে ব্যস্ত, বর নিজের চাকরি সামলাতে। মনের ভাবনা সে তুলে ধরে পড়শি আরও চার মেয়ের কাছে। বিকেল হতেই এক কাপ চা আর গরম-গরম সিঙাড়া হাতে মেতে ওঠে গল্পে আর আড্ডায়। কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নিলেও শিমূলের গানের পরীক্ষার সাফল্যের উদযাপন করে এই পড়শিরাই।
তবে অনেকেই ‘কার কাছে কই মনের কথা’র প্রোমোর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন মেয়েবেলার। মিত্রবাড়ির মেয়েদের এই লড়াই-এর গল্পগুলো নিয়েই তো শুরু হয়েছিল স্বীকৃতি-অর্পণ-এর সিরিয়াল। যদিও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়। এখন দেখার ‘কার কাছে কই মনের কথা’ তাল রেখে এগোতে পারে কি না ‘পরকীয়া’, ‘স্বামীর দুই বউ’-এর মতো টপিকগুলোর সঙ্গে। না কি, নিজেও গল্পের মোড় বদলে, সেই পথেই যাত্রা করে।
For all the latest entertainment News Click Here