খেলতে খেলতেই স্ত্রীকে ফ্লাইং কিস বিরাটের! বরের কাণ্ড দেখে লজ্জায় লাল অনুষ্কা
রবিবার, ২৩ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের খেলা ছিল। আর সেই ম্যাচেই রোম্যান্টিক মুহূর্ত ধরা পড়ল। একটি ক্যাচ করে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্ত্রীর উদ্দেশ্যে চুমু ছুঁড়ে দিলেন বিরাট (Virat Kohli)। বরের কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে গেলেন অনুষ্কা (Anushka Sharma)। হেসেও ফেললেন! আইপিএলের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন খেলা ছিল। রাজস্থান রয়্যালসের একটি ক্যাচ লুফেই তিনি এই কাণ্ডটি ঘটালেন।
বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি কারণ ফাফ দু লেসিস আঘাত পাওয়ায় এখন তিনি এই দলের ক্যাপ্টেন। এদিন রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয় বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন খেলার পাশাপাশি স্ত্রীর প্রতি তাঁর এই ভালোবাসা সবার নজর কেড়ে নেয়।
স্ত্রীকে চুমু ছুঁড়ে দেওয়ার দৃশ্য টিভির পর্দায় ধরা পড়তে না পড়তেই সেটা নিমেষে ভাইরাল হয়ে যায়।
টুইটারে এক ভক্ত এই ছবিগুলো পোস্ট করে লেখেন, ‘অনুষ্কাকে ফ্লাইং কিস দিলেন। পুরনো ক্রিকেটের দিনগুলো মনে পড়ে গেল, আর সেই আগের বিরাটকে দেখেও খুব ভালো লাগছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘অনুষ্কা শর্মা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। আর জয়ের উদযাপনে বিরাট তাঁকে চুমু ছুঁড়ে দিচ্ছেন, এটাই তো দেখতে চাই আমরা।’
ইদের দিন শনিবার গোটা পরিবারকে নিয়ে বিরাট বেঙ্গালুরুর একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ওঁরা। সেই রেস্তরাঁর তরফে যে ছবিগুলো শেয়ার করা হয়েছিল সেখানে কর্মীদের সঙ্গে এই তারকা জুটিকে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। দক্ষিণ ভারতীয় খাবারে এদিন তাঁরা মজেছিলেন। অনুষ্কা বিরাটের সঙ্গে ছিলেন অভিনেত্রীর বাবা মা এবং অন্যান্য আত্মীয়রা। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে তোলা ছবির সঙ্গে ধোসা, হালুয়া, আইস্ক্রিম এর ছবিও পোস্ট করেছেন।
প্রসঙ্গত অনুষ্কাকে শেষবার ২০১৮ সালে জিরো ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ। আনন্দ এল রাইয়ের সেই ছবির পর আগামীতে তাঁকে চাকদা এক্সপ্রেস ছবিতে দেখা যাবে। এখানে তিনি ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করবেন।
For all the latest entertainment News Click Here