খেতে বসেছিলেন, রুশ হানায় মস্তিষ্কে গুরুতর আঘাত, মৃত্যু হল ইউক্রেনীয় লেখিকার
রুশ খেপনাস্ত্র হানায় মৃত্যু হল ইউক্রেনের পুরস্কারপ্রাপ্ত লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনার। যাঁর বয়স মাত্র ৩৭ বছর। রবিবার এই খবল জানিয়েছে ইউক্রেনের লেখক সংগঠন পেন।
গত মঙ্গলবার (২৭ জুন) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের ‘রিয়া পিৎজা’ নামক একটি রেস্তোরাঁ ক্ষেপনাস্ত্র হানায় ধ্বংস হয়ে যায়। যে ঘটনায় শিশুসহ মোট ১২ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকজন। আহতদের মধ্যে ছিলেন লেখক ভিক্টোরিয়া অ্যামেলিনা। পরে তাঁরও মৃত্যু হয়। আহতদের সংখ্যা তাই বেড়ে দাঁড়িয়েছে ১৩। পেন ইউক্রেনের তরফে ফেসবুক পেজে ভিক্টোরিয়া অ্যামেলিনা মৃত্যুর খবর জানানো হয়েছে। জানানো হয়েছে ১ জুলাই, শনিবার দিনিপ্রো এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মত্যু হয় ভিক্টোরিয়া অ্যামেলিনার। ভিক্টোরিয়ার চিকিৎসা করছিলেন এমন এক চিকিৎসক জানান, তাঁর মাথায় একাধিক ক্ষত হয়েছিল।
আরও পড়ুন-মাথায় জটা, কপালে লেপা ছাই, শীতল দৃষ্টিতে শিবের বেশে অক্ষয়, বললেন আসছে OMG-2
আরও পড়ুন-‘একমাস ঘুমোতে পারিনি, আমি বিধ্বস্ত!’ অভিনেতা আদিত্যর অকাল মৃত্যুতে বললেন সুবুহি
আরও পড়ুন-‘আমার মুক্তি আলোয় আলোয়’, পুরীর সৈকতে গাইলেন স্বস্তিকা, স্বপ্নে দেখা পেলেন রবীন্দ্রনাথের
পেন ইউক্রেনের তরফে জানানো হয়েছে, হামলার সময় রেস্তোরাঁয় কলম্বিয়া লেখক ও সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে খাবার খাচ্ছিলেন ভিক্টোরিয়া অ্যামেলিনা। সেসময়ই এই ক্ষেপনাস্ত্র হানা হয়। প্রসঙ্গ ক্রামতোর্স্ক হল ইউক্রেনের বড় শহরগুলির মধ্যে অন্যতম।
ইউক্রেনের জনপ্রিয় তরুণ লেখকদের মধ্যে একজন ছিলেন ভিক্টোরিয়া অ্যামেলিনার।তাঁর লেখ জনপ্রিয় উপন্যাস ‘ডোমস ড্রিম কিংডম’ ২০১৭ সালে প্রকাশিত হয়। ইউনেস্কো সিটি অফ লিটারেচার প্রাইজ এবং সাহিত্যের জন্য ইউরোপীয় ইউনিয়ন পুরস্কার ছিল তাঁর ঝুলিতে। তাঁর লেখা বিভিন্ন কবিতা, গদ্য এবং প্রবন্ধ ইংরেজি, জার্মান, পোলিশ সহ বিভিন্ন অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়েছে। ইউক্রেনে রুশ হানা শুরু হওয়ার পর থেকে রাশিয়ার যুদ্ধাপরাধ নিয়ে নথি তৈরি করছিলেন লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনা।
For all the latest entertainment News Click Here