‘খুলে যাক সেটাই চাই’,শাড়ির আঁচল থেকে হেমাকে পিন খোলার নির্দেশ পরিচালকের, তারপর…
জীবনের সাড়ে সাত দশক পার করে ফেলেছেন হেমা মালিনী। আজও অনেকের মনের ‘স্বপ্ন সুন্দরী’ তিনি। বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা বহু ছক ভেঙেছেন। তাঁর ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়। বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে প্রেম এবং পরবর্তীতে বিয়ে নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। সেই বিতর্ককে কোনওদিন পাত্তা দেননি হেমা। সম্প্রতি সানি-পুত্র করণ দেওলের বিয়েতে হেমা ও তাঁর পরিবারের অনুপস্থিতি ঘিরে কমচর্চা হয়নি। কাটাছেঁড়া চলেছে ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী ও পরিবারের সঙ্গে হেমার পরিবারের সমীকরণ নিয়ে।
১৯৬০ সালে অভিনয় কেরিয়ার শুরু করেন হেমা মালিনী। ১০০-র বেশি ছবির অংশ থেকেছেন হেমা। অভিনয় কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে রাজনীতিতে যোগ দেন তিনি। ২০০৪ সালে ভারতীয় জনতা পার্টির সদস্য হন। বর্তমানে মথুরার সাংসদ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়ে অভিনেত্রী খোলসা করেন এক পরিচালক একবার তাঁর শাড়ির আঁচল থেকে পিন খুলতে চেয়েছিলেন।
সাক্ষাৎকারে কারুর নাম নেননি হেমা। তবে জানান এক পরিচালক কেমনভাবে তাঁর কাছে ‘অশ্লীল’ প্রস্তাব রাখেন। অভিনেত্রী জানান, সবসময়ই নিজের শাড়ির আঁচল সেফটিপিন দিয়ে আটকে রাখতে তিনি। হেমার কথায়, ‘উনি কিছু একটা দৃশ্য শ্য়ুট করতে চাইছিলেন। আমি সবসময় শাড়ি পিন দিয়ে আটকে রাখতাম। উনি তা খুলতে বলায়, আমি পালটা বলি তাহলে তো শাড়ি নীচে পড়ে যাবে। জবাব আসে, হ্যাঁ, আমরা সেটাই চাই’। যদিও পরিচালকের সেই অনায্য দাবি মোটেই মেনে নেননি হেমা। এর জেরে পরিচালক মনোক্ষুণ্ন হয়েছেন, তাও বুঝতে পেরেছিলেন অভিনেত্রী। কিন্তু তাতে ভারী বয়েই গেল! সে যুগেও অভিনেত্রীদের এমন ব্যবহারের মুখে পড়তে হত, ভেবেই অবাক অনেকে।
হেমা এই সাক্ষাৎকারেই ফাঁস করেছেন, রাজ কাপুর শুরুতে তাঁর কাছে ‘সত্যম শিবম সুন্দরম’-এর অফার নিয়ে হাজির হয়েছিলেন। চিত্রনাট্য শুনেই না করে দেন হেমা ও তাঁর মা। রক্ষণশীল হেমা ওই ছবিতে কাজ করবেন না, তা ভালোভাবেই জানতেন রাজ কাপুর। পরে ওই ছবিতে অভিনয় করেন জিনাত আমন। ছবির সাহসী দৃশ্যে জিনাতে অভিনয় নিয়ে আজও চর্চা হয় বলিউডের অন্দরে।
রুপোলি পর্দা থেকে আপতত দূরে হেমা মালিনী। রাজনৈতিক আর সংসারের দায়িত্ব সামলাতে ব্যস্ত। দুই মেয়ে আর নাতি-নাতনি নিয়ে দিব্বি সময় কাটাচ্ছেন। অভিনয়ের দুনিয়ায় ফিরতে চান না ড্রিম গার্ল।
For all the latest entertainment News Click Here