খুলে দেওয়া হয়েছে ভেন্টিলেশন সাপোর্ট, ICU-তে বিশেষ পর্যবেক্ষণে লতা মঙ্গেশকর
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন তিনি। গত ৯ জানুয়ারি থেকে অসুস্থ গায়িকা ভর্তি রয়েছেন মুম্বইয়ের এই বেসরকারি হাসপাতালে। ১১ জানুয়ারি তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। করোনা সংক্রমণের পাশাপাশি নিউমোনিয়ার সমস্যাও রয়েছে কিংবদন্তি গায়িকার। চিকিৎসক প্রীত সামদানি এবং তাঁর টিম কিংবদন্তি গায়িকার চিকিৎসা করছেন।
চিকিৎসক সামদানির মতে, ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা। পাশাপাশি গত দিন দুই আগে ভেন্টিলেশন সাপোর্টও খুলে দেওয়া হয়েছে তাঁর। পিটিআইকে সামদানি জানিয়েছেন, ‘বিগত দু’দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টও খুলে দেওয়া হলেও পর্যবেক্ষণে রয়েছেন তিনি। স্বাস্থ্যের সামান্য উন্নতি হওয়ায় তাঁর ভেন্টিলেশন সাপোর্টও খুলে দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এখনও আইসিইউতে রাখা হয়েছে তাঁকে’।
গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনার সামন্য উপসর্গ দেখা গিয়েছিল তাঁর শরীরে। বয়সের কথা মাথায় রেখে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। ঝুঁকি নেননি চিকিত্সকরাও, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে আইসিইউ-তে রাখা হয়েছে সুরসম্রাজ্ঞীকে।
এদিকে, লতার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে অনুরোধ জানিয়েছেন, তাঁকে নিয়ে যেন কোনও প্রকার ভুয়ো খবর না ছড়ানো হয়। ৯২ বছর বয়সী মুখপাত্রের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’
For all the latest entertainment News Click Here