খুব চাপে ছিলাম, অকপট পৃথ্বী, জানালেন দলের ক্যাচ ফেলার নেপথ্যের কারণ
পরপর ছয়টি ম্যাচে খেলেননি। পঞ্জাবের বিরুদ্ধে ওপেন করেই বিধ্বংসী ব্যাটিং করলেন পৃথ্বী শ। ৩৮ বলে ৫৪ রান করে বড় রানের ভিত গড়ে দেন তিনি। শেষপর্যন্ত পঞ্জাবকে হারিয়ে কাঙ্খিত জয় পায় দিল্লি, যদিও ইতিমধ্যেই তারা বাদ পড়ে গিয়েছে টুর্নামেন্ট থেকে। তবে দিল্লি জিতলেও গতকাল তাদের জঘন্য ফিল্ডিং নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে যায়। সেটা নিয়ে ম্যাচের পর নিজের মতামত দেন পৃথ্বী শ। তাঁর মতে বড় রান করায় কিছুটা গা আলগা দিয়েছিল ছেলেরা, সেই কারণেই ক্যাচ পড়েছে এত।
কুলদীপ যাদবের বলে দুটি সহজ ক্যাচ ফেলেন নর্কিয়া ও ধুল। কোচ পন্টিংয়ের তো তখন কার্যত মাথার চুল ছেঁড়ার অবস্থা। ম্যাচের শেষে ওয়ার্নার বলেন যে ফিল্ডিং মোটেই ভালো হয়নি। পৃথ্বী শ তখন তাঁকে বলেন যে ২১৩ করায় হয়তো প্লেয়াররা একটু গা-ছাড়া দিয়েছিল। তবে স্পিনারদের প্রশংসা করেন তিনি। পৃথ্বীর কথায় অনেক দেরি করে এল এই জিত, তবে সবাই এদিন খুব উপভোগ করেছে। সবাই নিজের মতো করে চেষ্টা করেছে ও প্রত্যেকের মুখে হাসি দেখে খুশি পৃথ্বী। প্রসঙ্গত চোটের জন্য ঋষভ পন্ত ছিটকে যাওয়ায় এবারের আইপিএলে দিল্লির অধিনায়কত্ব করেন ডেভিড ওয়ার্নার। তিনি নিজে ফর্মে থাকলেও দল সেভাবে জমাট বাঁধেনি। সেই কারণে বেশ কয়েকটি ম্যাচ আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এরপর নিজের ফর্ম প্রসঙ্গেও মুখ খোলেন এই তরুণ তুর্কী। তিনি বলেন যে নিশ্চিত ভাবেই তিনি চাপের মধ্যে ছিলেন, এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। টানা ছটি ম্যাচ বাদ পড়ার পর দলে ফিরেছিলেন পৃথ্বী। ফিরেই ঝোড়ো ৫৪ করে ইনিংসের ভিত গড়ে দেন তিনি। পৃথ্বী বলেন যে তিনি নেটে নিরলস অনুশীলন করেছেন এর মধ্যে, একটুও ফাঁকি না দিয়ে যাবতীয় ফাঁকফোকরগুলি মেরামত করার আপ্রাণ প্রচেষ্টা করেছেন। তার জেরেই এদিনের সাফল্য বলে মনে করেন পৃথ্বী। একসময় পৃথ্বীকে মনে করা হত ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা। সেখান থেকে খারাপ ফর্ম, চোট, ফিটনেসের অভাব ও মাঠের বাইরের কিছু কারণের জেরে ক্রমশই লাইমলাইট সরে গিয়েছে পৃথ্বীর ওপর থেকে। তাঁর সমসাময়িক গিল যখন নিজের প্রতিভার যথার্থ মর্যাদা রাখতে পারছেন, তখন ক্রমশই ধুসর পৃথ্বী। তবে ধর্মশালা ফের দেখল সেই তরুণকে, যার ব্যাটিং শৈলীতে মজেছিল সবাই। আগামীতে ফের নামের প্রতি সুনাম করুন পৃথ্বী, এটাই সবার কামনা।
For all the latest Sports News Click Here