‘খুব গুছিয়ে মিথ্যে বলে!’ কেবিসির ভরা মঞ্চে কাজলকে মিথ্যেবাদী বললেন অমিতাভ!
কাজল এবং রেবতী দুজন সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এসেছিলেন। কিছুদিন পরেই তাঁদের ছবি ‘সালাম ভেঙ্কি’ মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সেটারই প্রচারে এসেছিলেন তাঁরা। আর তখন এই অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বিভিন্ন প্রতিযোগীদের বলেন কাজলকে তাঁরা যা প্রশ্ন করতে চান করতে পারেন। এরপরই সেই প্রতিযোগীরা একটার পর একটা প্রশ্ন করতে থাকেন কাজলকে, যা শুনে হতবাক হয়ে যান অভিনেত্রী! শুধু তাই নাকি, বিগ বি নিজেও কাজলকে মিথ্যেবাদী বলেন। কিন্তু কেন? দেখুন।
সোনি টিভির তরফে সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির আগামী পর্বের একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। আর ভিডিয়োতে দেখা গিয়েছে হট সিটে বসে আছেন অভিনেত্রী কাজল এবং পরিচালক রেবতী। সেখানে দেখা যায়, একটি শিশু অভিনেত্রীকে প্রশ্ন করছেন তিনি কি মা হিসেবে খুব কঠোর? আরেকজন তাঁকে প্রশ্ন করেন অভিনেত্রীর মা তনুজা কী ছোটবেলায় তাঁকে বকতেন? একটি মেয়ে কাজলকে প্রশ্ন করেন যদি তিনি সুপার হিরো হতেন তাহলে কোন ক্ষমতা তাঁর থাকত? এরম একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে।
যদিও সব থেকে মজার প্রশ্ন একটি ছেলেই তাঁকে করেছিলেন। সে তাঁকে প্রশ্নে করে কাজল কি এখনও অমিতাভকে সেই ‘কভি খুশি কভি গম’ ছবির মতোই ভয় পান? ছবিটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। উত্তরে কাজল বলেন, ‘আমি এখনও ওঁকে ভীষণ ভয় পাই।’ এটার উত্তরে বিগ বি বলেন, ‘কী করে মিথ্যে বলতে হয় সেটা ওঁর থেকে শেখা উচিত।’
কাজলকে একটি কালো রঙের সেলাই করা চুড়িদার পরে থাকতে দেখা যায়। রেবতী পরেছিলেন একটি ল্যাভেন্ডার রঙের শাড়ি। আগামী ৯ ডিসেম্বর এই ছবিটি, অর্থাৎ সালাম ভেঙ্কি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বিশাল জেঠওয়া এই ছবিতে তাঁর মরণাপন্ন ছেলের ভূমিকায় অভিনয় করবেন। তাঁকে এর আগে মরদানি ছবিতে দেখা গিয়েছিল। এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
কাজল এবং অমিতাভ ‘কভি খুশি কভি গম’ ছবির একসঙ্গে অভিনয় করেছিলেন, সেখানে বিগ বিকে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, অন্যদিকে কাজল শাহরুখের প্রেমিকা তথা স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন।
For all the latest entertainment News Click Here