‘খুব খারাপ কাজ’, কোহলির অর্ধশতরানের পরেই ক্যামেরাবন্দি ভামিকা, খচে লাল ফ্যানেরা
সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অনুষ্কা শর্মা। ২০২১-এর জানুয়ারি মাসে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। তারপর থেকেও বিরুষ্কা মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে দূরেই রেখেছেন এই তারকা দম্পতি। মেয়ের ছবি পোস্ট করলেও কোনওদিন মুখ প্রকাশ্যে আনেননি দুজনে। এমনকী পাপারাৎজিদেরও বারবার দুজনে অনুরোধ জানিয়েছেন, ‘মেয়ের ছবি ফাঁস করো না’। তবে বিরাট-অনুষ্কার যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল রবিবার। এদিন কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা এক দিবসীয় ম্যাচ চলাকালীন ভামিকার মুখে ক্যামেরা ধরল ব্রডকাস্টাররা। যার জেরে খচে লাল বিরুষ্কার ভক্তরা, এটা ব্যক্তিগত গোপনীয়তাকে লঙ্ঘন করা, এমনটাই মনে করছেন ভক্তরা।
রবিবারের ম্যাচে ভামিকাকে নিয়ে গ্যালারিতে হাজির ছিলেন অনুষ্কা, আগেও বেশ কয়েকবার মেয়েকে নিয়েই মাঠে হাজির হয়েছেন অভিনেত্রী। তবে ভামিকার মুখ বরাবরই ঢেকে ছবি প্রকাশ্যে এনেছে ফ্যানেরা। এদিন বিরাট অর্ধশতরানের গণ্ডি পার করলেই মেয়েকে কোলে নিয়ে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনুষ্কাকে, তিনি ভামিকাকেও বলেন-‘দেখো পাপা, দেখো পাপা’। ২২ গজ থেকেই মেয়ে ও স্ত্রীর উদ্দেশে ভালোবাসা জানান বিরাট, এমনকি এই হাফ সেঞ্চুরি ভামিকাকেই উত্সর্গ করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ব্রডকাস্টারদের এই বেআক্কেলে কাণ্ড দেখে হতবাক এবং একসঙ্গে ক্ষুব্ধ ফ্যানেরা। বিরাট-অনুষ্কার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত ছিল তাঁদের, দাবি নেটিজেনদের একটা বড় অংশের। ম্যাচের ওই অংশের ভিডিয়ো ক্লিপিংস প্রচুর পরিমাণে শেয়ারও হয় সোশ্যাল মিডিয়ায়। সেটিও অনুচিত কাজ বলেই দাবি করছেন নেটিজেনদেরই একটা অংশ। যে সকল অ্যাকাউন্ট থেকে ভামিকার ওই ভিডিয়ো শেয়ার করা হচ্ছে তাদের ওই ভিডিয়ো মুছে ফেলবার আবেদনও জানাচ্ছেন বিরাট-অনুষ্কার ভক্তরা। গোটা বিষয় নিয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি তারকা দম্পতি।
For all the latest entertainment News Click Here