খুব কাছে গিয়েও সেঞ্চুরি হাতছাড়া বাবরের, অল্পের জন্য টপকাতে পারলেন না ধাওয়ানদের
ব্যাট হাতে কর্যত একা লড়াই চালালেন বাবর আজম। বাকিরা কেউই তেমন একটা প্রতিরোধ গড়তে পারেননি। ফলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে একসময় চাপে পড়ে যায় পাকিস্তান।
যদিও ক্যাপ্টেন বাবর ব্যাট হাতে সিরিজের আগাগোড়া ধারাবাহিকতা বজায় রাখেন। প্রথম ২টি ম্যাচে (৭৪ ও ৫৭) হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টপকে যান ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি। তবে নিশ্চিত শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় তাঁকে।
রটারডামের তৃতীয় ম্যাচে শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে পাকিস্তান। একপ্রান্ত আঁকড়ে থাকেন বাবর। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ৯১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাবর।
আরও পড়ুন:- Asia Cup 2022: ভাগ্য ভালো থাকলে এবারের এশিয়া কাপেই তিনবার দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই, জেনে নিন কীভাবে
অল্পের জন্য শতরান হাতছাড়া হওয়ায় এখনই শিখর ধাওয়ান-সহ একাধিক তারকাকে টপকানো হল না বাবরের। সেঞ্চুরি করতে পারলেই সব থেকে বেশি ওয়ান ডে শতরান করা ক্রিকেটারদের তালিকায় একযোগে ধাওয়ান, ডি’কক, ফিঞ্চ, হেইন্স ও জ্যাক কালিসকে পিছনে ফেলে দিতেন পাক অধিনায়ক। উল্লেখ্য, একদিনের ক্রিকেটে ধাওয়ানদের মতোই এখনও পর্যন্ত মোট ১৭টি সেঞ্চুরি করেছেন বাবর।
আরও পড়ুন:- Cash Prizes For Fans: দর্শকদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, খেলা দেখতে গিয়ে পকেট ভারি করে বাড়ি ফিরতে পারেন আপনিও
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাবর ভালো ব্যাট করলেও তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তান কোনও রকমে ২০০ রানের গণ্ডি টপকায়। তারা ৪৯.৪ ওভারে ২০৬ রান তুলে অল-আউট হয়ে যায়। ফখর জামান ২৬, আঘা সলমন ২৪, মহম্মদ নওয়াজ ২৭ ও মহম্মদ ওয়াসিম ১১ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
For all the latest Sports News Click Here