‘খুব কষ্ট হচ্ছে….’, কেন ‘মুুকুট’ থেকে বাদ পড়লেন? বিস্ফোরক ‘দোল’ শ্রীপর্ণা
‘মুকুট’ থেকে বাদ পড়েছেন ‘দোল’ শ্রীপর্ণা রায়। গত সপ্তাহেই এই আপটেড হিন্দুস্তান টাইমস বাংলার পাঠকদের জানিয়েছিলাম আমরা, তখন শ্রীপর্ণার সঙ্গে যোগাযোগ করা হলেও নিজের মুখে সত্যিটা স্বীকার করেননি অভিনেত্রী। জানিয়েছিলেন কিছু সমস্যার কারণে শ্যুটিং না করলেও এখনও তিনি ‘মুকুট’ টিমের অংশ রয়েছেন। তবে এবার জলের মতো স্পষ্ট হয়ে গেল সবটা। নিজের মুখেই ‘মুকুট’ থেকে সরে আসার কারণ জানালেন শ্রীপর্ণা।
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। সিরিয়ালপ্রেমীদের কাছে ‘টুসু’ নামেই পরিচিত শ্রীপর্ণা। সৌজন্যে ‘আঁচল’ ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশনের হাত ধরে কেরিয়ার শুরু করা শ্রীপর্ণা প্রায় এক দশক পর ফিরেছিলেন এই প্রযোজনা সংস্থায়। ‘মুকুট’ সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা মিলছিল তাঁর। কিন্তু শেষমেশ কেন সরতে বাধ্য হলেন তিনি?
এক সাক্ষাৎকারে মুকুট ছাড়ার খবরে শিলমোহর দিয়ে শ্রীপর্ণা বলেন,’খুব কষ্ট হচ্ছে, খারাপলাগা তো আছে। আমি কাজ করতে ভালোবাসি। কিন্তু এতো মানুষ আমাকে ভালোবাসছে দেখে ভালো লাগছে। আমি আঁচল করেছি। দাদার (স্নেহাশিস চক্রবর্তী) হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে আসা। অনেক সময় আমরা অনেককিছু চাই সেটা হয়ে উঠে না। আমি জীবনের তেমনই অংশ হিসাবে এই ঘটনাকে নিচ্ছি। আমি চাই মুকুট-এর অনেক ভালো হোক। সরে আসাটা কষ্টকর। তবে আমার খুব পছন্দের প্রোডাকশন হাউস, আগামিদিনে নিশ্চয় আবার কাজ হবে’।
কী কারণে সরে দাঁড়ানো? টলি ফ্যাক্টসকে ‘দোল’ বলেন- ‘ভালোবাসা থাকলেও কখনও কখনও সরে আসতে হয়। কোনও মান-অভিমান নেই। কিছু শর্ত, কিছু সমস্যা- সেগুলো ব্যক্তিগত সম্পর্কের উর্দ্ধে। সেই নিয়ে সমস্যার জন্যই সরে আসা। তিক্ততা নেই, খারাপ লাগা আছে, কষ্ট রয়েছে। কারণ দোল চরিত্রটা খুব প্রিয়।…. আমার তরফ থেকে কিছু অসুবিধা হচ্ছিল, ওদেরও অসুবিধা হচ্ছিল, সেই থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া। আমাকে এনওসি দিতে বলা হয়, এখনও আমি সেটা দিয়ে উঠতে পারিনি’।
নেটপাড়ায় এমনও রটনা শীঘ্রই নাকি বিয়ে করছেন শ্রীপর্ণা, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, ‘বিয়ে করি বা না করি, আমি বিয়ের পর কাজ করব। কেউ চাকরি করলে আজকের দিনে কি চাকরি ছেড়ে দেয়? বিয়ে তো করা একটা ভালো বন্ধু পাওয়ার জন্য। যে যদি আমাকে না-ই বোঝে তাহলে আর বন্ধুত্ব কীসের? আমি বিয়ের পর কাজ করব’।
এখন দেখবার ‘কড়ি খেলা’র নায়িকা আগামিদিনে কোন নতুন প্রোজেক্টের সঙ্গে ছোটপর্দায় কামব্যাক করেন। দোলের চরিত্রেই বা কাকে দেখা যাবে ‘মুকুট’-এ? সেই দিকেও নজর থাকবে।
For all the latest entertainment News Click Here