খুব আবেগের ১০টি কথা! আরিয়ানের মুক্তির জন্য এগুলিই শাহরুখ বলেন সমীরকে
শাহরুখ খান এবং সমীর ওয়াংখেড়ের চ্যাট প্রকাশ্যে এসেছে। এর মধ্যে সুপারস্টার থেকে অনেক বেশি করে ধরা পড়েছেন ‘বাবা’ শাহরুখ। কী কী বলেছেন তিনি? এক আবেগতাড়িত বাবার গুরুত্বপূর্ণ ১০টি বার্তা এসেছে প্রকাশ্যে।
১। ‘আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, আমিও আমার ছেলেকে ভালোবাসি। দুই বাবার অনুভূতির এই জায়গাটা বাইরে থেকে আসা কোনও মেঘে ঢাকতে দেবেন না।’
২। আমি খুব ভদ্র একজন মানুষ। আপনার এবং এই সিস্টেমের উপর যেন আমার বিশ্বাসটা টিকে থাকে। সেটি ভেঙে যেতে দেবেন না সমীর।
৩। বাবা হিসাবে আমায় হেরে যেতে দেবেন না। আমি সংবাদমাধ্যমের কাছে যাইনি। আমি কোনও মন্তব্য করিনি বিষয়টি নিয়ে। আমি আপনার ভালো দিকটিতে ভরসা রেখেছি।
৪। আমি আপনার কাছে আমার এবং আণার পরিবারের হয়ে দয়া ভিক্ষা চাইছি। জেলে অন্য আসামীদের সঙ্গে থাকার মতো ভবিষ্যৎ আমার ছেলের প্রাপ্য নয়। দয়া করে হৃদয় দিয়ে ভাবুন। আমি ভিক্ষা চাইছি আপনার কাছে।
(আরও পড়ুন: ‘ভিক্ষা চাইছি, আরিয়ানকে জেলে ভরবেন না’, সমীর ওয়াংখেড়েকে বারবার মেসেজ করেছিলেন শাহরুখ)
৫। সমীর সাহেব আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি, প্লিজ! আমি জানি এটা হয়ত অফিসিয়্যালি অনুচিত, হয়ত পুরোপুরিভাবেই নিয়ম বিরুদ্ধ কাজ, কিন্তু বাবা হিসাবে যদি আমি আপনার সঙ্গে কথা বলতে পারতাম। প্লিজ… লাভ শাহরুখ।
৬। আরিয়ানকে দয়া করে জেলে ভরবেন না, এটা ওর স্পিরিটকে একদম ভেঙে দেবে।
৭। আপনি যে আমার কথা ভেবে ব্যক্তিগতভাবে এত কিছু বললেন। আমি নিশ্চিত করব ও (আরিয়ান) এমন একজন মানুষ হয়ে ওঠবে যাকে নিয়ে আমি আর আপনি দুজনেই গর্ব করব।
(আরও পড়ুন: ‘আমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে দিন’, সমীরকে পাঠানো শাহরুখের আবেগতাড়িত বার্তা ভাইরাল)
৮। আমি কথা দিচ্ছি এই দুর্ঘটনা ওর জীবনের একটা ইতিবাচক টার্নিং পয়েন্ট হবে। এই দেশের প্রয়োজন দায়িত্বশীল এবং সৎ নতুন প্রজন্মের, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে সঠিক পথে। আমি, আপনি নিজেদের দায়িত্ব পালন করেছি, এবার সেটা নতুন প্রজন্মকে করে দেখাতে হবে। ভবিষ্যতের জন্য তাঁদের গড়ে তোলাটা কিন্তু আমার-আপনার হাতে। ধন্যবাদ আপনার সমর্থন এবং মহানুভবতার জন্য।
৯। প্লিজ ওদের একটু বোঝান, আমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে দিন। আমি আর কী বা বলব, শুধু ভিক্ষা চাইতে পারি। আপনি তো আমার আচরণ দেখেছেন। আপনি যা করছেন আমি তার বিরুদ্ধে নই। বিশেষত আপনি যখন বলেছেন, আরিয়ানকে আপনি নিজের মনে করে ওকে একটা ভালো মানুষ হিসাবে গড়তে চাইছেন। আমি এমন কিছু করিনি যাতে আমার ছেলেকে শুধরানোর এই প্রক্রিয়ায় আপনার অসুবিধা হয়।
১০। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি যখনই ডাকবেন, আমি নিজে যাব। আমি আপনাকে জড়িয়ে ধরব। আপনি দয়া করে জানান, কখন সুবিধা হবে। আপনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here