খুকুমণির বিহান ফিরছে ‘হরগৌরী পাইস হোটেল’ নিয়ে, গল্পে ‘তোমায় আমায় মিলে’র ছোয়াঁ?
দিন কয়েক ধরেই টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, ছোট পর্দায় প্রযোজক হিসাবে কামব্যাক করছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। স্টার জলসায় খুব শীঘ্রই ‘তোমায় আমায় মিলে’-এর রিবুট ভার্সন নিয়ে ফিরবেন তাঁরা। জল্পনা সত্যি করে বুধবার প্রকাশ্যে এল ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রথম ঝলক। এটাই হল স্টার জলসার নতুন চমক।
গত কয়েক সপ্তাহে স্টার জলসার পর্দায় এসেছে একের পর এক নতুন ধারাবাহিক। ‘সাহেবের চিঠি’, ‘নবাব নন্দিনী’, ‘মাধবীলতা’র পর এবার ‘হরগৌরী পাইস হোটেল’। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় থাকছেন ‘ভাগ্যলক্ষ্মী’, ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত রাহুল মজুমদার। হ্যাঁ, দুর্দান্ত শুরু করলেও মাত্র পাঁচমাসেই শেষ হয়েছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’। সেই ধারাবাহিকে রান্না করত খুকু আর এবার হোটেল খুলে বসেছেন খুকুর বিহান! এখানে তাঁর নাম শঙ্কর। ঐশানী আর শঙ্করের প্রেমের কাহিনি উঠে আসবে ‘হরগৌরী পাইস হোটেলে’। ঐশানীর চরিত্রে থাকছেন নবাগতা শুভস্মিতা মুখোপাধ্যায়। আরও পড়ুন-উফ কী সুন্দর দেখতে! কে এই মেয়েটা? জেনে নিন জি বাংলার ‘জগদ্ধাত্রী’র আসল পরিচয়
বাড়ি পাল্টালে কি সত্যিই পাল্টে যায় জীবন? এই প্রশ্ন এই সিরিয়ালের মাধ্যমে রাখছেন নির্মাতা। এখানে বাড়ি পাল্টানোর অর্থ, বিয়ের পর যখন একটা মেয়ে বাপের বাড়ির পরিবেশ ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে উঠে, তখন তাঁর জীবনে কতটা পরিবর্তন আসে? তাঁর স্বপ্ন, তাঁর পথচলা কতখানি শেকলে বাঁধা পড়ে যায়?
প্রোমোতেই স্পষ্ট শঙ্করের দুনিয়াটা আটকে পারিবারিক হোটেল ‘হরগৌরী পাইস হোটেলে’, এর বাইরের জগত সে চেনে না। অথচ ঐশানী পড়াশোনা জানা আজকের দিনের মর্ডান মেয়ে। বিয়ের পর যৌথ পরিবারে এসে সেখানে অ্যাডজাস্ট করতে পারবে ঐশানী? স্ত্রীর স্বপ্নগুলো আগলে রাখতে পারবে শঙ্কর? পারবে ঐশানীর স্বপ্নপূরণের সফরসঙ্গী হতে? সেই উত্তর উঠে আসবে এই ধারাবাহিকে।
প্রোমো দেখে অনেকেই বলছেন, এই সিরিয়ালের সঙ্গে ‘তোমায় আমায় মিলে’-র কাহিনির অনেকাংশে মিল রয়েছে। যদিও তেমনটা মানতে না-রাজ রাহুল। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এটা মোটেই তোমায় আমায় মিলে ২’ নয়। আর যিশুদা-নীলাঞ্জনাদি, দুজনেই প্রযোজক হিসাবে অসাধারণ, অসম্ভব ভাল। রোজ সকালে শ্যুটিংয়ে যেতে ইচ্ছে করবে।’ আরও পড়ুন- ফের একসঙ্গে নিখিল-শ্যামা! স্টার জলসার পর্দায় ফিরছে ‘কৃষ্ণকলি’ জুটি
যিশু-নীলাঞ্জনার নতুন প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। এই সংস্থার অংশ যিশুর দিদি রাই সেনগুপ্তও। ইতিমধ্যেই ‘হরগৌরী পাইস হোটেলে’-এর দুটি পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে পুজোর আগেই সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের। এখন প্রশ্ন হল কোন স্লট দখল করবে শঙ্কর-ঐশানীর গল্প?
For all the latest entertainment News Click Here