খালি গা, মাথায় ডেডলক, কপালে ছাই! শিবরূপী অক্ষয় মর্তে এলেন ভক্ত পঙ্কজের ডাকে
সব অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল অক্ষয় কুমার-এর ওএমজি ২-এর টিজার। এই ছবিতে ভগবান শিব হিসেবে দেখা যাবে খিলাড়ি কুমারকে। আর শিবের পরম ভক্ত পঙ্কজ ত্রিপাঠি। ‘ওহ মাই গড ২’-এর টিজার শেয়ার করে অক্ষয় ইনস্টাগ্রামে লিখলেন, ‘রাখ বিশ্বাস’ (বিশ্বাস রাখুন)।
অক্ষয়কে দেখা গেল শার্টবিহীন অবতারে, চুলে লম্বা ড্রেডলক, কপাল ছাই। ওএমজি-র ঝলক দিয়ে শুরু হল ওএমজি ২-এর টিজার। ২০০১ সালের ব্লকবাস্টারের সিক্যুয়ালটিতে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল, যাকে একজন নাস্তিকের চরিত্রে দেখা গিয়েছিল। তবে এবারে আস্তিক, শিব বিশ্বাসী কান্তি শরণ মুদগল (পঙ্কজ)-এর জন্য মর্তে আসবেন ভগবান।
ছবিতে ব্যবহার করা হয়েছে পঙ্কজ ত্রিপাঠির ভয়েসওভার। বলতে শোনা যাচ্ছে, একজন মানুষ আস্তিক হোন বা নাস্তিক, ইশ্বর সর্বদা নিজের সন্তানের প্রয়োজনে আসেন তাঁকে উদ্ধার করতে।
টিজারে এক ঝলক দেখানো গল্প অনুসারে, পঙ্কজ ত্রিপাঠীর ওরফে কান্তি শরণ মুদ্গাল পরম উত্সর্গের সঙ্গে ভগবান শিবের উপাসনা করেন। তবে তার পরিবার একটি সমস্যার মুখে পড়ে। এক ঝলকে ট্রেনের নীচে একটি বাচ্চার আত্মহত্যা দেখানো হয়। মর্তে আসেন মনুষ্যরূপী শিব ওরফ অক্ষয়। ভক্তকে সঠিক পথ দেখাতে।
ছবিতে অক্ষয় আর পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও রয়েছেন ইয়ামি গৌতম, এক আইনজীবীর চরিত্রে। তবে টিজারে তাঁর দেখা মিলল না। অমিত রাই পরিচালিত ‘ওহ মাই গড ২’-এর টিজার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নজর কাড়ল নেটিজেনদের।
বক্স অফিসে পরপর মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের সিনেমা। সেই তালিকায় রয়েছে শেষ মুক্তিপ্রাপ্ত সেলফি ছবিটিও। এখন দেখার ওএমজি ২ দিয়ে ফেরে নাকি খিলাড়ির সুদিন।
বলে রাখা ভালো, অক্ষয় কুমার শিব হচ্ছেন একথা ভালো মনে নেননি বড় একটা অংশ। সকলেরই অনুরোধ খিলাড়ির কাছে তিনি যেন কোনওভাবেই কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করেন। একজন কমেন্টে লিখেছেন, ‘দয়া করে এতটুকু নিশ্চিত করুন যে এটি আমাদের হিন্দু সংস্কৃতিকে অসম্মান করবে না।’
প্রসঙ্গত, ১১ অগস্ট ওএমজি ২-এর মুক্তি পাওয়ার কথা। এই একইদিনে মুক্তি পাবে সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত দেশাত্মবোধক ছবি ‘গদর ২’। এর আগে রণবীর কাপুরের অ্যানিমালও এই তারিখেই মুক্তি পাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ১ ডিসেম্বর করে দেওয়া হয়। আর বাংলায় ১১ অগস্ট মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণী-অম্বরীশের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত।
For all the latest entertainment News Click Here