খারাপ সময় পোলার্ডের, নিন্দায় ভরাচ্ছেন আকাশ চোপড়াও!
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কায়রন পোলার্ড বহু বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষজ্ঞরা বলেন পোলার্ড হলেন MI-এর অবিচ্ছেদ্য অংশ। একজন অলরাউন্ডার হিসেবে তিনি অনেক ম্যাচেই দলকে জিতিয়েছেন। বলা যেতে পারে তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে রোহিত শর্মার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বও করেছেন পোলার্ড। 2022 IPL-এর মেগা নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স তাদের চারজন খেলোয়াড়কে ধরে রেখেছিল। তাদের মধ্যে ছিলেন কায়রন পোলার্ডও। তার থেকে দলের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু চলতি মরশুমে সেই প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেননি ক্যারেবিয়ান তারকা।
কায়রন পোলার্ড ১০ ম্যাচে ১৪.৩৩ গড়ে এবং ১০৯.৩২ স্ট্রাইক রেটে মাত্র ১২৯ রান করেছেন। গুজরাট টাইটানসের বিরুদ্ধে MI-এর শেষ ম্যাচে কায়রন পোলার্ড ১৪ বলে মাত্র ৪ রান করেছিলেন। এর পরেই পোলার্ডকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি মনে করেন যে কায়রন পোলার্ডকে হয়তো আর এই মরশুমে তাঁর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে না। আকাশ চোপড়ার মতে, আসন্ন ম্যাচে দলের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘তিলক বর্মা রান আউট হওয়ার আগেই আউট হয়ে যান কায়রন পোলার্ড। আমি মনে করি কায়রন পোলার্ড এই বছর আর খেলার সুযোগ পাবেন না। তারা (মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি) তাকে এই মরশুমে আর কোনও সুযোগ দেবে না। কারণ ব্রেভিস বাইরে বসে আছেন এবং টিম ডেভিড ভাল করছেন।’
গুজরাট টাইটানসের বিরুদ্ধেপাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২১ বলে চুয়াল্লিশ রান করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন টিম ডেভিড। আকাশ চোপড়া বলেন, ‘জানি না কেন তারা প্রথমে টিম ডেভিডকে দলে নেয়নি। তারা এই সিক্সার মেশিনটিকে দীর্ঘ সময় ধরে বাইরে বসিয়ে রেখেছিল। এখন তাদের মনে হয়েছে তাদের তাঁকে খেলানো উচিত। তিনি তাদের একবারের জন্যেও হতাশ করেনি। যেহেতু তিনি খেলেছেন তাই ম্যাচ জেতানো ইনিংস শেষের দিকে আসছে।’
For all the latest Sports News Click Here