‘খারাপ লাগছে,তবে অনেক বিকল্প আছে’, চোট পেয়ে এই খেলোয়াড় ছিটকে যাওয়ায় বললেন রোহিত
দারুণ ফর্মে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেরা নির্বাচিত হয়েছিলেন। কিন্ত চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব। যা ভারতের কাছে বড়সড় ধাক্কা বলে জানালেন অধিনায়ক রোহিত শর্মা। সেইসঙ্গে তিনি জানালেন, সূর্যের জন্য খারাপও লাগছে।
সূর্যের চোট নিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগে বুধবার সাংবাদিক বৈঠকে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, ‘বড়সড় ধাক্কা এটা। ও (সূর্যকুমার) দারুণ ফর্মে ছিল। সুযোগের জন্য অনেকে অপেক্ষা করছে। তবে সূর্যকুমারের জন্য আমার খারাপ লাগছে। উদ্ভট চোট। এই বিষয়গুলিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান সূর্যকুমার। যিনি কায়রন পোলার্ডদের বিরুদ্ধে শেষ ম্যাচে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। বিশেষত ভারত চাপে পড়ে যাওয়ার পর যে ছন্দে খেলেন, তাতে মজেছেন বিশষেজ্ঞরা। সেইসঙ্গে তিন ম্যাচে ১০৭ রান করে তিনি সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও হাতে তোলেন।
তারইমধ্যে বুধবার অধিনায়কত্ব নিয়ে মুখ খোলেন রোহিত। যিনি ভারতীয় ক্রিকেটের মসনদে বিরাট কোহলির যুগ শেষের পর তিন ফর্ম্যাটেই অধিনায়ক হয়েছেন। শ্রীলঙ্কা সিরিজের আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘তিন ফর্ম্যাটেই ভারতের অধিনায়কত্ব করতে পারার বিষয়টি অত্যন্ত সম্মানের। দারুণ অনুভূতিও সেটা। সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সেদিকে নজর দিতে হবে। এরকম সুযোগ আসায় আমি আনন্দিত। আমাদের দলে দারুণ খেলোয়াড় আছে এবং মাঠে তাদের নেতৃত্ব দিতে মুখিয়ে আছি।’
For all the latest Sports News Click Here