‘খারাপ রিভিউ’ লেখা খাতা সঙ্গে রাখেন জুনিয়র বচ্চন, কিন্তু কেন
গত দুই দশকের বেশি সময় ধরে অভিষেক বচ্চন তাঁর অভিনয়ের কেরিয়ারে উত্থান পতন দুইয়ের সাক্ষী থেকেছেন। তিনি এমন বেশ কিছু ছবি করেছেন, চরিত্রে অভিনয় করেছেন যেগুলো সমালোচকদের থেকে প্রশংসা পেয়েছে। বহু পুরস্কার পেয়েছেন সেই সব ছবি, চরিত্রের জন্য। তেমনই বেশ কিছু ছবি করেছেন যা সমালোচকদের সমালোচনার শিকার হয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান তিনি তাঁর কাছে একটি খাতা রাখেন। আর সেখানেই তিনি সমস্ত সমালোচনা থেকে শুরু করে খারাপ রিভিউ লিখে রাখেন। পরবর্তীকালে এগুলোয় তাঁকে অনুপ্রেরণা জোগায় বলে জানান অভিনেতা।
২০০২ সালে যখন তিনি শারারাত বলে ছবিটির কাজ করছেন তখন থেকেই তিনি এভাবে এই সমালোচনাগুলোকে ফিডব্যাক হিসেবে মনে করেন বলেও জানান। এই সমালোচনার উপর ভিত্তি করেই তিনি নিজেকে উন্নত করার চেষ্টা করছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া একটা সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি এখনও একইভাবে সমালোচনার ভিত্তিতে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। কিন্তু একটু অন্যভাবে। অভিষেক জানান, ‘আমি এগুলোকে আমার বাথরুমের আয়নায় টাঙিয়ে রাখতাম। আমার এখন আর আয়নাটা আয়না নেই, পুরো ঢেকে গিয়েছে। তাই এখন আমি খাতায় লিখে রাখি।’
তাঁকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কাদের সমালোচনা লিখে রাখেন, তিনি বলেন সবার। সবার মতামতের গুরুত্ব আছে। সবাই আপনার দর্শক। কিন্তু কার থেকে অভিনেতা এই খাতা রাখার বুদ্ধি পেয়েছিলেন? অভিষেক জানান, তাঁর বাবা, বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন তাঁকে এই সমালোচনা লিখে রাখার বুদ্ধি দিয়েছিলেন। অভিষেক বলেন, ‘বাবা বলেছিল এটাকে রাখো, রোজ পড়বে এবং নিজেকে উন্নত করে পরের বার কাজে নামবে যাতে তাঁদের ভুল প্রমাণ করতে পারো। এটাকে সবসময় অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করবে। আমি এটাকে আরও একটু বাড়িয়ে নিজেকে উন্নত করার জন্য ব্যবহার করি। রোজ সকালে আমি এটা পড়ি। এবং চেষ্টা করি নিজেকে উন্নত করার।’
বর্তমানে অভিষেক বচ্চনকে ব্রিদ সিজন ২ ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। অ্যামাজন প্রাইম ভিডিওতে গত বুধবার থেকে এই ওয়েব সিরিজ দেখা যাচ্ছে। অমিত সাধ, নিত্য মেনন, প্রমুখকে অভিষেক বচ্চনের সঙ্গে এই ওয়েব সিরিজে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here