খারাপ টিআরপি, এক বছর হওয়ার আগেই বন্ধ হচ্ছে স্টার জলসার এই ধারাবাহিক!
ধারাবাহিকের চরিত্রগুলো কখন যে টিভির পরদা ছাড়িয়ে পরিবারের অঙ্গ হয়ে যায় তা বোঝাই যায় না! তাই তো কোনও ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর শুনলেই মন খারাপ হয় দর্শকদের। স্টার জলসা এমনিতেই মাসখানেক ধরে মরিয়া হয়ে উঠেছে সেরার জায়গা ধরে রাখতে। একটার পর একটা নতুন ধারাবাহিক, নতুন শো আনছে তারা। খারাপ টিআরপি থাকলেই বন্ধ হচ্ছে তা। এবার কার পালা বন্ধ হওয়ার?
জানা গিয়েছে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে ‘বরণ’। ২০২১-র ৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই নতুন ধারাবাহিকটি। একদম নতুন দুই মুখ সুস্মিত মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী পালকে নিয়ে। তবে শুরুতে তিথি আর রুদ্রিককে নিয়ে মাতামাতি হলেও, গল্পের প্লট সেভাবে জমেনি। তাই তো রাত ৮টার স্লট থেকে এটিকে সরিয়ে নিয়ে আসা হয় বিকেল ৫.৩০-এ। তখন ‘বরণ’-এর জায়গা নেয় ‘ধুলোকণা’।
মনে করা হচ্ছে চলতি মাসেই বন্ধ হয়ে যাবে ‘বরণ’। সেই জায়গায় আসবে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। তবে মনে করা হচ্ছে ‘গোধুলি আলাপ’ থাকবে প্রাইম টাইমেই। বরং পুরনো কোনও ধারাবাহিককে নিয়ে আসা হবে বিকেল ৫.৩০-র স্লটে।
‘গোধূলি আলাপ’-এর সবচেয়ে বড় ধামাকা মুখ্য চরিত্রে থাকা অভিনেতা কৌশিক সেন। তাঁর চরিত্রের নাম অরিন্দম, পেশায় অ্যাডভোকেট। মাঝবয়সী এই দাপুটে মানুষটা ভাগ্যের পরিহাসে বাঁধা পড়ে বহুরূপী নোলকের সাথে সাতপাকে। দু’জনের বয়সের ফারাক বিস্তর। সমাজে কী প্রভাব ফেলবে এই সম্পর্ক, সেটাই দেখানো হবে ‘গোধূলি আলাপ’-এ। নোলকের ভূমিকায় অভিনয় করেছেন সোমু সরকার।
For all the latest entertainment News Click Here