খান পরিবারে খুশির বন্যা, ৯-এ পা রাখল খুদে আব্রাম, আরিয়ানকে বেকসুর ঘোষণা NCB-র
দেখতে দেখতে ৯ বছরে পা রাখলেন শাহরুখ-গৌরীর ছোট ছেলে আব্রাম খান। আজ তাঁর জন্মদিন। সকাল থেকে নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই স্টার কিড। সোশ্যাল মিডিয়ায়ও দারুণ জনপ্রিয় আব্রাম। নয় বছরের জন্মদিনে ছোট ছেলেকে আদুরে শুভেচ্ছা মা তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের।
এ দিন খুদের একটি অদেখা ভিডিয়ো নেটমাধ্যামের পাতায় শেয়ার করেন গৌরী। ক্যাপশেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সমুদ্র সৌকতের ধারে ছোট্ট গাড়ির উপর বসে মাথা নাড়াচ্ছেন আব্রাম। পরনে আকাশি রঙের টি-শার্ট। খুদের এই মন ভালো করা ভিডিয়ো দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হ্যাপি বার্থ ডে’ মিউজিক্যাল টিউন।
ছোট ছেলে আব্রামের জন্মদিনে খান পরিবারে এসেছে আরও এক খুশির খবর। ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরী থেকে মাদকক-কাণ্ডে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছিলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। নাটকীয়তার মধ্যে দিয়েই অক্টোবরের শেষের দিকে জামিন পান শাহরুখ পুত্র। শুক্রবার ক্রুজকাণ্ডে আরিয়ান খানকে ক্লিন চিট দিল NCB।
মাদককাণ্ডে ছ’হাজার পাতার চার্জশিট ফাইল করেছে NCB। তার মধ্যে অভিযুক্ত হিসেবে ১৪ জনের নাম রয়েছে। ওই তালিকায় নেই আরিয়ান সহ মোট পাঁচ জনের নাম। এনসিবির পক্ষ থেকে বেকসুর ঘোষণা করা হয় আরিয়ানকে। শাহরুখ-পুত্রের নির্দোষ প্রমাণ হওয়ার ঘোষণা নিঃসন্দেহে বড় খবর শাহরুখ-ভক্ত ও খান পরিবারের কাছে।
For all the latest entertainment News Click Here