খাতা খুলতে পারলেন না কোহলি, ব্যর্থ রাহানে, তবে পৃথ্বীকে থামানো কঠিনই নয়, অসম্ভব
ঘরোয়া ক্রিকেটে ধ্বংসাত্মক ফর্মে রয়েছেন পৃথ্বী শ। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। ধাওয়ানের সংসারে সুযোগ না মেলায় হতাশ হলেও মুখে নয়, বরং ব্যাট হাতেই উপেক্ষার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের তরুণ ওপেনার। মিজোরামের বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে আগ্রাসী হাফ-সেঞ্চুরি করে পৃথ্বী বুঝিয়ে দেন, তাঁকে থামানো শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভব।
রাজকোটে এলিট গ্রুপ-এ’র ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মিজোরাম। তারা নির্ধারিত ২০ ওভারে ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। ৮ উইকেটে ৯৮ রানে আটকে যায় মিজোরাম।
বাংলা ছেড়ে মিজোরামে যোগ দেওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী দলের হয়ে সব থেকে বেশি ৩১ রান করে আউট হন। ২৯ বলের ইনিংসে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন তরুবর কোহলি। বিকাশ কুমার করেন ২৪ রান।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
মুম্বইয়ের হয়ে ২টি করে উইকেট নেন ধাওয়াল কুলকার্নি, শামস মুলানি ও তনুষ কোটিয়ান। ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে ও শিবম দুবে। উইকেট পাননি আমন হাকিম খান।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ১০.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১০৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন পৃথ্বী। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৫ রান করে নট-আউট থাকেন তিনি।
আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটে আসছে বৈপ্লবিক পরিবর্তন, জেনে নিন ইমপ্যাক্ট প্লেয়ারের নতুন নিয়ম
রাহানে বড় রানের মুখ দেখেননি। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। আমন হাকিম খান ২২ বলে ৩৯ করে অপরাজিত থাকেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। মিজোরামের হয়ে একমাত্র উইকেটটি নেন রালতে। ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে মুম্বই।
For all the latest Sports News Click Here