খড়িরানি শোলাঙ্কি নাকি মন দিয়েছেন সোহমকে? কালীপুজোয় তুলেছেন একসঙ্গে ছবিও, দেখু
আজকাল বাঙালির মনে ঘর করে আছে শোলাঙ্কি রায়। আর হবে নাই বা কেন, ‘গাঁটছড়া’র খড়ি যে তুমুল জনপ্রিয়। প্রচুর ভালোবাসা পেয়ে এই ধারাবাহিক জায়গা করে নিয়েছে দর্শক মনে। তবে খড়ির মনের মানুষ কে সেটা কি জানেন?
শোলাঙ্কি রায় আর সোহম মজুমদার নাকি একে-অপরকে মন দিয়েছেন, এই খবর বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছিল টলিপাড়ায়। কালীপুজোর দিন যেন তাতেই শিলমোহর পড়ল। সোহম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে সোহম, শোলাঙ্কি এবং তাঁদের অন্যান্য বন্ধুরা। ছবিটি তুলেছেন শোলাঙ্কি নিজেই।
সোহম-শোলাঙ্কির বন্ধুত্ব গড়িয়েছে প্রেমের দিকে এই কথা চাউর হয়েছিল অনেকদিন ধরেই। তবে তা নিয়ে কেউ কখনও মুখ খোলেননি। এমনকী একফ্রেমে দু’জন ধরাও দেন খুব কম। তবে কালীপুজো আর দীপাবলির দিন কি আর অত ভাবলে চলে! যদিও জোড়ায় ছবি দেননি সোহম খড়ির সঙ্গে, এদিকে অন্য বান্ধবীদের সঙ্গে কিন্তু তুলেছেন সেলফি। কিছু কি লোকানোর চেষ্টা চলছে?
আপাতত শোলাঙ্কি ব্যস্ত তাঁর ‘গাঁটছড়া’ ধারাবাহিরটি নিয়ে। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ভালো ফল করছে এই গল্প। এমনকী অভিনেত্রীর খড়ি চরিত্রটিও তাঁর মিষ্টি স্বভাব, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বুদ্ধিমত্ত্বা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছে। সোহম একসঙ্গে সামলাচ্ছেন টলিউড আর বলিউড। অভিনেতা হিসেবেও তিনি খুব প্রশংসা পেয়েছেন বারবার, তা সে ‘কবীর সিং’ হোক বা ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’।
প্রসঙ্গত, ২০১৮ সালে বহুদিনের বন্ধু শাক্য বসু ওরফে গোগোলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শোলাঙ্কি। কাজের জন্য গোগোল থাকেন নিউজিল্যান্ডে। বিয়ের পর কলকাতা ছেড়ে বিদেশে পাড়ি দিলেও আবার ফিরে আসেন বছরকয়েক আগেইর। ফলত বিয়েতে এখন এসেছে লম্বা দূরত্ব। তা মনের না শুধুই দুই দেশের, তা তো সময়ই বলবে।
For all the latest entertainment News Click Here