কয়েক ঘণ্টা পরেই ফের ভারত বনাম পাকিস্তান! এশিয়া কাপের সুপার ফোরের পুরো সূচি দেখুন
মরণবাঁচন ম্যাচ ছিল। তাতে হংকংকে একেবারে ধ্বংস করে দিল পাকিস্তান। হংকংকে মাত্র ৩৮ রানে অল-আউট করে ১৫৫ রানের জয় পেলেন বাবর আজমরা। সেইসঙ্গে এশিয়া কাপের ‘সুপার ফোরে’ উঠে গেলেন। আগামী রবিবার ‘সুপার ফোরে’ ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।
এবার এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে ছিল পাকিস্তান এবং হংকং। দুই দলকে হারিয়ে আগেই ‘সুপার ফোর’-এ পৌঁছে গিয়েছে ভারত (শীর্ষস্থান থাকায় ‘এ ১’ তকমা পেয়েছে)। হংকংকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে এবার এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ পৌঁছে গেল পাকিস্তান (‘এ২’)। সূচি অনুযায়ী, আগামী রবিবার ‘সুপার ফোর’-র লড়াইয়ে ‘এ ১’ এবং ‘এ২’ মুখোমুখি হতে চলেছে। অর্থাৎ আটদিনের ব্যবধানে আবারও ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি হচ্ছে।
আরও পড়ুন: PAK vs HK Live Score: হংকংকে ধ্বংস করল পাকিস্তান, ১৫৫ রানে জয়, খেলবে ভারতের বিরুদ্ধে
সুপার ফোরের সূচি
- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, ৩ সেপ্টেম্বর, শারজা (বি১ বনাম বি২)।
- ভারত (গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে উঠে গিয়েছে) বনাম পাকিস্তান, ৪ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম এ২)।
- ভারত বনাম শ্রীলঙ্কা, ৬ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম বি১)।
- পাকিস্তান বনাম আফগানিস্তান, ৭ সেপ্টেম্বর, শারজা (এ২ বনাম বি২)।
- ভারত বনাম আফগানিস্তান, ৮ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম বি২)।
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, ৯ সেপ্টেম্বর, দুবাই (বি১ বনাম এ২)।
- ফাইনাল, ১১ সেপ্টেম্বর, দুবাই।
এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচ? কোন কোন কারণে জিতেছিল ভারত?
জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করে ভারত। দু’বল বাকি থাকতেই পাঁচ উইকেট পাকিস্তানকে হারিয়ে দেন রোহিত শর্মারা। ম্যাচের সেরা নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া।
- দুর্ধর্ষ বোলিং: তিনটে দুর্ধর্ষ বাউন্সারে যে তিনটি উইকেট পান হার্দিক, তা পাকিস্তানকে পুরো ধসিয়ে দেয়। সেইসঙ্গে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কেন হার্দিককে (পুরো ফিট হননি) নিয়ে রবি শাস্ত্রী আক্ষেপ প্রকাশ করেন, তা আবারও বুঝিয়ে দিলেন। হার্দিকের জন্যই ১২ ওভারে ৮৭ রানে দু’উইকেট থেকে ১৪.৩ ওভারে পাঁচ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯৭ রান। হার্দিক চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন।
আরও পড়ুন: Hasin Jahan takes veiled dig at Shami: ‘মেয়েবাজরা দেশের গরিমা বাঁচাতে পারে না’, হার্দিকের ছবি পোস্ট শামির স্ত্রী হাসিনের
- অসাধারণ ব্যাটিং: প্রবল চাপের মুখে নেমে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে ভারতকে জেতালেন হার্দিক। বিশেষত শেষ ১১ বলে ২০ রান বাকি থাকা অবস্থায় ১৯ তম তিনটি চার মেরে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন। শেষ ওভারে রবীন্দ্র জাদেজা আউট হয়ে যাওয়ার পর যেভাবে ঠান্ডা মাথায় ভারতকে জেতালেন, তাতে এই ম্যাচ জয়ের সবথেকে কৃতিত্ব প্রাপ্য হার্দিকের।
For all the latest Sports News Click Here