কয়েক ঘণ্টা আগেই তো মেসেজে কথা হল, সাইমন্ডসের মৃত্যু মেনে নিতে পারছেন না লারা
অস্ট্রেলিয়ান ক্রিকেটে যেন শনির দশা চলছে। রড মার্শ, শেন ওয়ার্নের পর এবার সকলকে চমকে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অ্যান্ড্রু সাইমন্ডস। সড়ক দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সেই মারা গেলেন সাইমন্ডস।
তাঁর এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি তথা সানরাইজার্স হায়দরাবাদ কোচ ব্রায়ান লারা তো সাইমন্ডসের মৃত্যুটা মেনেই নিতে পারছেন না। তিনি নিজের সোশ্যাল মিডিয়া শোকজ্ঞাপন করে লেখেন, কয়েক ঘণ্টা আগেই তো মেসেজে কথা হল ওর সঙ্গে। হচ্ছেটা কী? আমি বিস্মিত। ক্রীড়াজগতের আরেকজন আইকনকে কীভাবে আমার এত তাড়াতাড়ি হারিয়ে ফেলতে পারি। রয় (সাইমন্ডসের ডাকনাম) পরিবার-পরিজন এবং বন্ধুদের জন্য আমার তরফে সহানুভূতি রইল।
টাউনসভিলের রাস্তায় অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময়ই অস্ট্রেলিয়ান সময় অনুযায়ী শনিবার (১৪ মে) রাত ১১টার দিকে সাইমন্ডসের গাড়িটি উল্টে যায়। জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করলেও, তাতে কাজ হয়নি। গুরুতর আহত হওয়ায় প্রাণ হারান সাইমন্ডস। তারকা অজি অলরাউন্ডার তাঁর দেশের হয়ে দুইটি বিশ্বকাপ জিতেছিলেন। খেলেছেন ১৯৮টি ওয়ান ডে, ২৬টি টেস্ট ম্যাচ। তবে অচিরেই থেমে গেল তাঁর জীবন সফর।
For all the latest Sports News Click Here