ক্ষমতা থাকা সত্ত্বেও জায়গা হয়নি প্লে-অফে, মরশুম শেষে হতাশা প্রকাশ নীতীশ রানার
১ রানে ম্যাচ হারতে হলে সব দলের ক্যাপ্টেনই হতাশ হবেন নিশ্চিত। তবে নীতীশ রানা হতাশ শুধু শেষ ম্যাচের ফলাফলের জন্য নয়, বরং সারা মরশুমের নিজেদের পারফর্ম্যান্স নিয়ে। এমনটা নয় যে, কলকাতা নিতান্ত খারাপ ক্রিকেট খেলেছে এবছর। আসলে প্লে-অফে যাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও লিগ পর্ব থেকে বিদায় নিতে হওয়ায় দুঃখিত নাইট দলনায়ক।
ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচের পরে নিজের হতাশা লুকিয়ে রাখলেন না রানা। তিনি স্পষ্ট জানালেন যে, নিজেদের ভুল ভ্রান্তি শুধরে পরের মরশুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবেন।
রানা বলেন, ‘হতে পারে ফলাফল আমাদের অনুকূলে যায়নি। তবে সারা মরশুমে প্রচুর ইতিবাচক দিকও রয়েছে আমাদের পারকফর্ম্যান্সে। ভুল-ভ্রান্তিও রয়েছে বিস্তুর, যেগুলি শুধরে নিতে হবে আমাদের। আশা করি পরের মরশুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব আমরা।’
পরক্ষণেই নীতীশ বলেন, ‘বিশ্বের সেরা লিগে যদি প্রথম চারে থাকতে হয়, তবে ক্রিকেটের তিন বিভাগেই ভালো ফল করতে হবে আপনাকে। পরপর ম্যাচ জিততে হবে। ক্যাপ্টেন হিসেবে আমার খারাপ লাগছে এই কারণে যে, আমাদের ক্ষমতা ছিল প্লে-অফে জায়গা করে নেওয়ার। তবে দুর্ভাগ্যের বিষয় এই যে, আমরা শেষ চারে জায়গা করে নিতে পারিনি।’
আরও পড়ুন:- KKR vs LSG: রিঙ্কুর তাণ্ডব সত্ত্বেও ১ রানে হার কলকাতার, প্লে-অফের টিকিট নিশ্চিত লখনউয়ের
রিঙ্কু সিংয়ের পারফর্ম্যান্সই যে এবছর কেকেআরের সেরা প্রাপ্তি, সেটা মেনে নিতে কুণ্ঠা বোধ করেননি নীতীশ রানা। তিনি বলেন, ‘নতুন করে কী বলব। এবছর ১৪টি ম্যাচে ১৪ বার মাইক্রোফোন হাতে নিয়ে রিঙ্কুর কথাই বলেছি। ওর অবদান বর্ণনা করার মতো যথাযথ শব্দ নেই আমার কাছে। ব্যক্তিগতভাবে ওর জন্য আমি ভীষণ খুশি। কেননা ও প্রচুর প্ররিশ্রম করেছে। আমার খুব কাছের, তাই আমি জানি ওর লড়াইয়ের কথা। সারা দেশ দেখেছে ও কী করতে পারে। এমন পরিস্থিতিতে যদি ও এই রকম ব্যাট করতে পারে, তাহলে ওর দ্বারা সব সম্ভব।’
আরও পড়ুন:- DC vs CSK: ১০০০ ছাড়াল ছক্কার সংখ্যা, ছয় মারায় সর্বকালীন রেকর্ড গড়তে পারে IPL 2023, দেখুন ১৬ মরশুমের তালিকা
উল্লেখ্য, ইডেনে লখনউ সুপার জায়ান্টসের কাছে ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শেষ করে কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টস শুরুতে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৭৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here